Header Ads

Header ADS

জুতা যেমন জনপ্রিয়তা পাচ্ছে তেমনি অপমানিতও হচ্ছে।



জুতা যেমন জনপ্রিয়তা পাচ্ছে তেমনি অপমানিতও হচ্ছে  কয়েকদিন যাবৎ জুতা নিক্ষেপ উৎসব দেখা যাচ্ছে  এটা এক প্রকার জুতার অপমানজুতার মূল্য কি এতই কমে গেছে কিছু হলেই জুতা মারতে হবেএর চেয়ে খারাপ কিছু কি ছিল না ? এটা যে জুতার চরম অপমানতবে বিশ্বজুড়ে জুতা ব্যাপক আলোচিত পোশাক এবং ঔষধ এরপর আমাদের বাংলাদেশের জুতা বিশ্বজুড়ে যথেষ্ট সুনামও অর্জন কর যাচ্ছে মাঝে মাঝে ফেসবুকেও দেখাযায় জুতা প্রদর্শন শুধু ফেসবুকেই নয় বিভিন্ন জায়গায় পাবলিক রাগের মাথা জুতাকে এখন ইটপাটকেল হিসেবে বিবেচনা করে জুতা ছুঁড়ে

 
বেশকিছু কিছুদিন আগে কোনো একটি নিউজে দেখলাম নিজেদের পায়ের মুল্যবান জুতা খুলে নিক্ষেপ করতে থাকেন উত্তেজিত জনতা....... এমনকি মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে লক্ষ্য করে জুতা ছুঁড়ে মারার ঘটনাটি বিশ্বজুড়ে আলোচিত হয়
প্রায় কয়েক মাস আগে দেখলাম ফেসবুকে একজন স্ট্যাটাস দিয়ে জুতার মান-সম্মান হরনের তীব্র প্রতিবাদ জানিয়েছেসেখানে একজন কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়ে কমেন্ট করে বলেদিয়েছে......এটা একপ্রকাশ পুরোপুরি জুতাধিকারের লঙ্ঘন জুতা জোড়া আবিষ্কার হয়েছিল মূলত মানুষের পা এর নিরাপত্তা বিধানের জন্য কিন্তু এখন যা মনে হচ্ছে শুধু পা এর নিরাপত্তা নয় পরিবেশ বুঝে জুতা ছুঁড়ে মারার জন্য কাজে লাগানো যায়তবে এভাবে জুতা ব্যবহৃত হলে জুতার চাহিদা ব্যাপক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে

২টি মন্তব্য:

  1. এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    উত্তরমুছুন
  2. এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.