Header Ads

Header ADS

Google Play Store এর গোপন টিপস


প্রিয় বন্ধুরা,
সাবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি।
আমি আজ আপনাদের জন্য নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আশা করছি সবার ভাল লাগবে। তাহলে চলুন শুরু করি।


google play service: google play store parental control

গুগল প্লে স্টোর এমন একটি জিনিস যেখানে ভাল মন্দ সবকিছু আছে। যেমন আমরা গুগল প্লে থেকে বিভিন্ন ধরনের অফিসিয়াল অ্যাপ্লিকেশন বা অ্যাপস সহ নানা ধরনের অ্যাপস ফ্রি পেইড অ্যাপ্লিকেশন
ডাউনলোড করে থাকি তবে মাঝেমাঝে দেখবেন কিছু কিছু সেক্সচুয়াল অ্যাপস বা অ্যাপ্লিকেশান চলে আসে


কোন কারণ বসতে অন্য কেউ বা আপনার বাচ্চা  আপনার মোবাইল ফোনটি হাতে নিলো, তারা জানে প্লে স্টোরে ভালভাল গেইমের অ্যাপপ্লিকেশ বা অ্যাপস পাওয়া যায়, সেইজন্য তারা যদি প্লে স্টোরে গিয়ে 18+ নিচে সেক্সচুয়াল অ্যাপস গুলো যদি দেখে তাহলে কিন্তু তাদেরও মনমানসিকতা পরিবর্তন হতে পারে। কিন্তু আপনি চান না এই ধরনে অ্যাপস বা অ্যাপিলকেশ তাদের সামনে চলে আসুক। আপনি চাইলে এইধরনে অ্যাপস বা অ্যাপ্লিকেশস বন্ধ করে রাখতে পারেন। কিন্তু কিভাবে বন্ধ করবেন? 

গুগল প্লে স্টোর অ্যাপসটিতে গিলে দেখবেন parental controls নামে একটি অপশন রয়েছে সেখান থেকে বন্ধ করতে পারবেন। আপনি দেখুন আমি নিচে একটি স্ক্রিনশট পিকচার আপলোড করে পোস্ট করেছি। তাছাড়াও সবার নিচে দেখুন একটি ভিডিও আপলোড দিয়েছি। এই ভিডিওটি দেখে আপনি এইধরনের সমস্যার সমাধান পাবেন। কষ্ট করে ভিডিওটি দেখুন।

parental controls

Google play store wish list. How to add apps to the google play store wishlist 

আমরা গুগল প্লে স্টোরে বিভিন্ন অ্যাপস দেখি ধরুণ কোন অ্যাপস গুলোর মাঝে আপনার কোন একটি অ্যাপ আপনার পছন্দ হয়েছে কিন্তু আপনার সময়ের অভাবে বা আপনার ফোনের নেটওয়ার্কে ইন্টারনেট স্পিড কম পাচ্ছেন বা নেটওয়ার্ক সমস্যার কারণ অথবা অন্যকোন সমস্যার কারণে আপনি আপনার পছন্দে অ্যাপসটি ডাউনলোড করতে পারলেনা

আপনি ভাবলে পরে কোন একসময় ডাউনলোড করবেন কিন্তু অ্যাপসের নামটি আপনার মনে রইলনা তাহলে কিভাবে আপনার পছন্দে অ্যাপটি ডাউনলোড করবেন? চিন্তার কারণ নেই। আপনি চাইলে আপনার পছন্দের অ্যাপসটি উইশলিস্ট করে রাখতে পারনে।

উইশলিস্ট কররে রাখলে আপনি পরে কোন একসময় ডাউনলোড করতে পারবেন। উইশলিস্ট কি ? নিচে দেখুন আমি একটি স্ক্রিনশট ছবি আপলোড দিয়েছি। তাছাড়াও আমি সহজ ভাবে বুঝানো জন্য এই বিষয়ের উপর একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। নিচে দেখুন লিংক শেয়ার করেছি

Wishlist 

Google play services or google play services update : How To Manually Update Google Play Store on Android and how do you Update Android apps automatically.

আপনি আপনার পছন্দ মতো একটি একটি করে কোনো অ্যাপস ম্যানুয়ালি আপডেট করতে চাচ্ছেন, কিন্তু আপনি কিভাবে আপনার পছন্দ অনুসারে  অ্যাপস গুলো আপডেট করতে পারবেন

নিচে দেখুন  আমি একটি স্ক্রিনশট পিকচার আপলোড করে পোস্টা করেছি। মোবাইল ফোনে ইন্সটল করা যে কয়টা অ্যাপস রয়েছে এখানে যেভাবে দেখাচ্ছে। আপনার ফোনেও এমন ভাবে দেখাবে। তখন এখান থেকে আপনি কোন একটি অ্যাপস কে সিলেক্ট করে আপডেটে  ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার মোবাইলের অ্যাপটি একটি একটি করে বা একসাথে আপডেট করতে পারবেন।


Update

Payment Methods and Google Play Store : How do you buy apps on Google Play with debit card?

এবার আসি ক্রেডিট কার্ড বা ডেবিট র্কাড, মানিব্যাগে নগদ অর্থের চেয়ে ক্রেডিট বা ডেবিট কার্ড থাকলেই আমরা বেশী স্বস্তি বোধ করি। যাইহোক, ক্রেডিট কার্ড হল এমন এক ধরণের কার্ড যা নগদ টাকার পরিবর্তে কেনাকাটা করার সুযোগ দেয় ক্রেডিট ডেবিট কার্ড আমরা যখন কোন অ্যাপ ডাউনলোড করি সেগুলো আমরা ফ্রিতে ডাউনলোড করি। আপনি হয়তো লক্ষ্য করবেন কিছু কিছু অ্যাপ রয়েছে সেই গুলো ডাউনলোড করতে হলে ডলার অথবা টাকা চায়

    আপনার যদি ক্রেডিট বা ডেবিট র্কাড থাকে তাহলে আপনি  গুগল প্লে-স্টোর থেকে ডেবিট বা ক্রেডিট র্কাড দিয়ে আপনি পেমেন্ট করে আপনি আপনার পছন্দ মতো অ্যাপ ক্রয় করতে পারবেন। নিচে দেখুন  আমি একটি স্ক্রিনশট পিকচার আপলোড করে পোস্টা করেছি। তাছাড়াও নিচের ভিডিওটি দেখুন।

add credit or debit card



google play services update apk or Methods to stop Google play store automatic update

Auto-update apps' এর অপশনটি অনেকের কাছে একটি বড় ধরনের সমস্যার কারণ যারা সেলুলার নেটওয়ার্কের ডাটা ব্যাবহার করেন যা কিনা সাধারণত আপনার মোবাইলের ইন্সটল করা অ্যাপ গুলো নেট কানেকশন পেলে প্লে স্টোর অটোমেটিক আপডেট ডাউনলোড করে থাকে। যদিও আপডেট হওয়াটা খারাপ কিছু নয় বরং এতে আপনার মোবাইলের অ্যাপস বা অ্যাপলিকেশনগুলোর পারফর্মেন্সে অনেকটা বেশ কিছু ইমপ্রুভমেন্ট করে।

আপনি দেখে থাকবেন যে আপনার মোবাইলের নোটিফিকেশন বারে নোটিফিকেশন আসে এবং নির্দিষ্ট সময়ে সফটওয়্যারগুলো অটো আপডেট হয়ে যায়। আমি নিচে একটি পিকচার আপলোড দিয়েছি দেখুন প্লে স্টোরের অটো আপডেট ফিচারটি কিভাবে বন্ধ রাখতে পারেন। এবং এই বিষয় নিয়ে নিচে একটি ভিডিওটির লিংক শেয়ার করেছি এটি দেখলে আপনি এটির সমাধান পাবেন


ভিডিও টিউটোরিয়াল 



এই ছিলো আমার আজকের টিউটোরিয়াল। আমি আগামীতে আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আবার পোস্ট করবো । সবাই ভাল থাকুন সুস্থ থাকুন সেই কামনা রইল। আল্লাহ হাফেজ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.