Header Ads

Header ADS

সকল সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করার নিয়ম

সিমে সকল সার্ভিস বন্ধ করা নিয়ম

সকল সিমের টাকা কাটার বন্ধ করার কোড


মোবাইল কোম্পানি গুলো যে সকল সিম থেকে আপনার টাকা কেটে নিয়ে যায়। সেই সমস্ত সার্ভিস গুলো আপনি কিভাবে বন্ধ করবেন ?

 

আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আপনারা ও নিশ্চয়ই সকলেই ভাল আছেন।  আমাদের প্রত্যেকের হাতে একটি স্মার্টফোন বা যেকোনো ধরনের একটি মোবাইল ফোন সকলের হাতে রয়েছে।


 আর সেই মোবাইল ফোনের ভিতরে যেকোনো একটি কোম্পানির সিম কার্ড রয়েছে হতে পারে গ্রামীনফোনের সিম, বাংলালিং এর সিম, টেলিটকের সিম, এয়ারটেলের সিম এমনকি রবি সিম।

যখন আপনার মোবাইল ফোনে রিচার্জ করেন হঠাৎ করে দেখবেন যে সিম থেকে আপনার অজান্তেই এই মোবাইল কোম্পানিগুলো আপনার টাকা কেটে নিয়ে যাচ্ছে।


 আমি এমন অনেককেই দেখেছি যে মোবাইল ফোনে তিনি রিচার্জ করেছেন কিন্তু কিছুক্ষণ পর মেসেজ দিয়ে সঙ্গে সঙ্গে টাকা কেটে নিয়ে যাচ্ছেন আবার এমনও দেখা যাচ্ছে মেসেজ না দিয়েও টাকা কেটে নিয়ে যাচ্ছে। আসলে এমনটি কেনো হয় ?


 অনেকেই হয়তো বুঝতে পারে এই বিষয়টা আবার অনেকেই বুঝতে পারে কিন্তু বুঝতে পেরেও তাদের কিছু করার থাকেনা ।

 অনেকে আবার দেখা যায়, গ্রামীণফোন কাস্টমার কেয়ার সার্ভিস, বাংলালিংক কাস্টমার কেয়ার সার্ভিস, রবি কাস্টমার কেয়ার সার্ভিস, টেলিটক কাস্টমার কেয়ার সার্ভিস এয়ারটেল কাস্টমার কেয়ার সার্ভিস, এই সমস্ত কাস্টমার কেয়ার সার্ভিসে হেল্পলাইলে ফোন করে থাকেন। 

ফোন করার পর কুকিল কণ্ঠে তারা আপনাকে বলবে যে ঠিক আছে স্যার বা ম্যাডাম কিছুক্ষণ করুন আপনার বিষটি আমরা দেখছি।তারপর দেখবেন আপনার বলবে আপনার অমুক সার্ভিসটা চালু রয়েছে এটার জন্য আপনার টাকাটা কেটে নিয়েছে।


 আপনি হয়তো বলবেন ,এটা কিবলেন। আমিতো এই সার্ভিস কখনো চালু করিনি কিন্তু আপনার অজান্তেই এই সার্ভিসটা একটিভ রয়েছে এতে করে দেখা যায় আপনার মোবাইল ফোন থেকে টাকা কেটে নিয়ে যায়

 আজকে আমি আলোচনা করব কিভাবে এই সমস্ত সার্ভিসগুলো মাত্র একটি কোড চেপে আমরা যেকোন অপারেটরের সিম কার্ড ব্যবহার করি-না কেন, সকল সার্ভিস আমাদের হাতের মোবাইলে একটি কোড চেপে বন্ধ করে দিতে পারি।


তাহলে চলুন জেনে নেই বাংলাদেশের সকল অপারেটরের সকল সিমে টাকা কেটে নেওয়ার সকল সার্ভিস কিভাবে বন্ধ করে। 

 জিপি সিমে টাকা কাটার সার্ভিস বন্ধ করার উপায়

গ্রামীণফোন সিমে যদি আপনার টাকা কেটে নিয়ে যায় তাহলে গ্রামীণফোনের সার্ভিসটি কিভাবে বন্ধ করবেন, তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে, আপনার মোবাইল ফোন থেকে অর্থাৎ যে সিম থেকে টাকা কেটে নিয়ে যায়। সেই সিমটা থেকে এই কোডটি ডায়াল করবেন *121*6*1# ডায়াল 

করা মাত্রই একটু পরে একটি ফিরতি ম্যাসেজ আসবে আপনার মোবাইল ফোনে।

সেখানে জানিয়ে দিবে যে আপনার গ্রামীনফোন সিমে টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ হয়ে গিয়েছে ।

এধরনের একটি মেসেজ আপনাকে দিয়ে জানিয়ে নিশ্চিত করে দিবে 


বাংলালিংক সিমে টাকা কাটা সকল সার্ভিস বন্ধ করার নিয়ম


বাংলালিংক সিমে যদি আপনার টাকা কেটে নিয়ে যায় তাহলে বাংলালিংক সার্ভিসটি কিভাবে বন্ধ করবেন, তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে, আপনার মোবাইল ফোন থেকে অর্থাৎ যে সিম থেকে টাকা কেটে নিয়ে যায়। সেই সিমটা থেকে এই কোডটি ডায়াল করবেন *121*7*1*2*1# ডায়াল 

করা মাত্রই একটু পরে একটি ফিরতি ম্যাসেজ আসবে আপনার মোবাইল ফোনে।

সেখানে জানিয়ে দিবে যে আপনার বাংলালিংক সিমে টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ হয়ে গিয়েছে ।

এধরনের একটি মেসেজ আপনাকে দিয়ে জানিয়ে নিশ্চিত করে দিবে  

রবি সিমে টাকা কাটা সকল সার্ভিস বন্ধ 

রবি সিমে যদি আপনার টাকা কেটে নিয়ে যায় তাহলে রবি সার্ভিসটি কিভাবে বন্ধ করবেন ? তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে, আপনার মোবাইল ফোন থেকে অর্থাৎ যে সিম থেকে টাকা কেটে নিয়ে যায়। সেই সিমটা থেকে এই কোডটি ডায়াল করবেন *9# রবি সিমে আলাদা আলাদা করে নির্দিষ্ট কোন সার্ভিস বন্ধ করতে ডায়াল করুনঃ *5# ডায়াল করা মাত্রই একটু পরে একটি ফিরতি ম্যাসেজ আসবে এবং আপনাকে জানিয়ে দিবে আপনার রবি সিমে টাকা কাটার সকল সার্ভিস বন্ধ হয়ে গিয়েছে ।


 এয়ারটেল সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করার উপায়

এয়ারটেল সিমে যদি আপনার টাকা কেটে নিয়ে যায় তাহলে তাহলে কি করবে ? তবে এয়ারটেল আর রবি সিমের সার্ভিস প্রায় একই রকম যেমন- রবিতে আমরা কি কোডগুলো ব্যবহার করেছি ঠিক সেইভাবে এই কোডগুলো ব্যবহার করতে পারি। যেমন সকল সার্ভিস একসাথে বন্ধ করতে ডায়াল করুনঃ *9# রবি সিমে আলাদা আলাদা করে নির্দিষ্ট কোন সার্ভিস বন্ধ করতে ডায়াল করুনঃ *5# ডায়াল করা মাত্রই একটু পরে একটি ফিরতি ম্যাসেজ আসবেএবং সেই মেসেজে আপনাকে জানিয়ে দিবে যে আপনার অনাকাঙ্ক্ষিত সার্ভিসটিতে সার্ভিসটির দ্বারা টাকা কেটে নেওয়া হয়েছিল সেই সার্ভিসটি এখন বন্ধ হয়ে গিয়েছে।


টেলিটক সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করার উপায়

 

এখন জানবো টেলিটকের বিষয়, টেলিটক সিমে টাকা কেটে নেওয়ার সার্ভিসটি কিভাবে বন্ধ করতে পারি তার জন্য আমাদের একটি মেসেজ পাঠাতে হবে । আপনি আপনার মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে যাবেন, সেখানে গিয়ে টাইপ করবেন " STOP ALL " আর পাঠিয়ে দিন 335 নাম্বারে। 


       How to upload video on Facebook page

ফেসবুকে আপনার পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্টগুলোযেভাবে দেখবেন

আজকে আমরা সকলেই জেনে গেলাম যদি কোন কোম্পানি আমাদের টাকা কেটে নেয় আমাদের অজান্তে, হোক সেটা গ্রামীনফোন কোম্পানি, বাংলালিংক কোম্পানি, এয়ারটেল কোম্পানি, টেলিটক কোম্পানি, রবি কোম্পানি, যেকোন কোম্পানির হোক না-কেন উপরে আমি যেভাবে দেখিয়েছি।

 সেই কোডগুলি এবং মেসেজ পাঠিয়ে আমরা আমাদের অনাকাঙ্ক্ষিত সার্ভিসটিগুলি বন্ধ করে রাখতে পারি।

 এছাড়াও পুতুল আলতাব ফেইসবুক পেইজ কমেন্ট করে জানাতে পারেন

 আজকের পোস্টটি আপনাদের কেমন লেগেছে তা জানি না যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সঙ্গে এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে আপনারা ভিজিট করে আসতে পারেন।

 বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করে থাকি সেগুলো দেখে আসতে পারেন। এখানে ক্লিক করে।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.