how to make a folder without name in windows bangla tutorial
এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে নাম ছাড়া ফোল্ডার তৈরি করতে হয়
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন ! আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি নিজেও ভালো আছি।
আজকে আমি আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি । আজকে আমি ফোল্ডারে ম্যাজিক খেলা দেখাবো, আমি আশা করছি এই মিউজিক খেলাটি আপনাদের ভালো লাগবে। আসলে ম্যাজিক খেলা বলতে আমি যেই জিনিসটি বুঝিয়েছি ফান করেছি তাহলে চলুন শুরু করি ।
How to Create a Folder Without
Name in Windows
প্রথমে আপনি একটি নতুন ফোল্ডার তৈরী করবেন, নতুন ফোল্ডার তৈরী করার পর ফোল্ডার Rename অপশনে যাবেন, Rename অপশনে গিয়ে নিউ ফোল্ডার নামটি কেটে দিবেন ।
কেটে দেওয়ার পর মাউসের ডান বাটনে একটি ক্লিক করুন তারপর নিচে দেখুন স্ক্রিনশট , এরকম একটা অপশন চলে আসবে। সেখান থেকে Insert unicode control character থেকে LRM একটি ক্লিক করুন।তারপর মাউসটি ফাকা জায়গার ক্লিক করুন এবার দেখুন নাম ছাড়া ফোল্ডা তৈরি হয়েছে।
![]() |
how to create folder without name in windows 7 in laptop
|
এখন দেখাবো কিভাবে দ্বিতীয় পদ্ধতি অনুসরণ করে আপনি আবার নাম ছাড়া ফোল্ডার তৈরি করতে পারবেন। তাহলে দেখুন কিভাবে তৈরি করতে হয় ।আপনি প্রথমে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করবেন, তারপর Rename গিয়ে নামটি মুছে দিবেন। মুছে দেওয়ার পর ফোল্ডারে নামের জায়গায় Alt + 255 লিখে ইন্টারে ক্লিক করবেন, ক্লিক করার পর অটোমেটিক নতুন আরেকটি নাম ছাড়া ফোল্ডার তৈরি হয়ে যাবে।
![]() |
How to create a
folder without name in laptop and computer
|
এই ছিল আজকের আমার টিউটোরিয়াল আশা করি এই টিউটোরিয়াল আপনার ভাল লেগেছে।
এই টিউটোরিয়ালটি বুঝতে যদি কোনো অসুবিধা হয়, তাহলে সবার
উপরে দেখুন আমি একটি ভিডিও লিংক শেয়ার করেছি। সেই ভিডিওটি যদি দেখেন তাহলে বিস্তারিত আরও ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। আমি বলব যে, উপরে দেওয়া ভিডিওটি আগে দেখুন।
উপরে দেয়া ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার যদি এই বিষয়ে মতামত থাকে তা কমেন্ট বক্সে আপনি আপনার মন্তব্য দিতে পারেন । এছাড়াও নিচে দেখুন আমি আমার ফেসবুকের লিংকটি শেয়ার করেছি এবং ইউটিউব চ্যানেলের লিংক শেয়ার করেছি।সেখান থেকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে আপনি আমাদের সঙ্গে থাকতে পারেন।
ধন্যবাদ ভাল থাকুন সুস্থ থাকুন সেই কামনা করছি ! আল্লাহ হাফেজ!
তাছাড়া আপনি যদি চান আপনার ফেসবুক পেইজ অথবা ইউটিউব চ্যানেল অথবা কোন ফেইসবুক গ্রুপ এবং আপনার কোন ব্লগসাইট প্রমোট করতে তাহলে এই addme.pagepromote গ্রুপটিতে আপনি ক্লিক করে আপনি আপনার চ্যানেল ফেসবুক পেইজ এবং আপনার ব্লগ সাইটটি প্রমোট করতে পারেন।
ধন্যবাদ সবাই ভালো থাকুন।
পুতুল আলতাব / Putul Altab
1 টি মন্তব্য: