Header Ads

Header ADS

ব্লগ সম্পর্কিত জিজ্ঞাসা, Blog related questions and answers

ব্লগ সম্পর্কিত প্রশ্ন পর্ব 

হ্যালো বন্ধুরা, আসসালামুআলাইকুম সবাই কেমন আছে? আমি আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন ।আমার আজকের বিষয় হচ্ছে ব্লগ সম্পর্কে প্রশ্ন ও উত্তর। যারা নতুন ব্লগার তাদের মনে ব্লগ সম্পর্কে অনেক অনেক প্রশ্ন রয়েছে ।অনেকেই আবার ব্লগ সাইট বা ওয়েবসাইট সম্পর্কে অনেক প্রশ্ন করেছে। সেই প্রশ্নের উত্তর গুলো এখানে দিয়েছি, আশা করছি আপনারা উত্তর গুলি এবং এই প্রশ্নগুলি যদি ভাল করে দেখেন তাহলে ব্লগসাইট ও ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি আপনাদের ধারণা চলে আসবে।



Free domain hosting দিয়ে কি adsense পাওয়া যায় ?

অবশ্যই। Google AdSense হচ্ছে অত্যান্ত কার্যকরী ও বিশ্বের বৃহত্তম একটি অনলাইন অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক অ্যাডসেন্স আপনার কনটেন্টকে মূল্যায়ন করে ডোমেইন কিংবা হোস্টিংকে নয় সুতারাং এখানে নিরাশ হওয়ার কারণ নেই। তবে একটি বিষয় নজর দিতে হবে যে, সাইট তৈরী করতে বেশ খটুনি আছে, তাই ফ্রী ডোমেইন হোস্টিং ব্যবহার না করাই ভাল, আর যদি ব্যবহার করতে হয়  গুগলের ব্লগার ব্যবহার করুন এটা লাইফ টাইম, আর অন্য সব ফ্রী ডোমেইন হোস্টিং এ সমস্যায় পরতে পারেন। গুগল অ্যাডসেন্স পাবেন অন্য সব ফ্রী ডোমেইন থেকে তবে সেটা টপ লেভেল ডোমেইন হতে হবে। আমার মতে ফ্রী হোস্টিং ডোমেইন নিয়ে কাজ না করাই ভালো কারন ফ্রী হোস্টিং গুলো সাধারণত খুব স্লো হয়, যখন আপনার সাইট স্লো থাকবে তখন অটোমেটিকলি আপনার ইউজার চলে যাবে ।




 Blogger সাইট এর থিম পরিবর্তন করলে Adsense পেতে কোন problem  হবে?

 না, অ্যাডসেন্স এর কোন প্রবলেম হবে না। তবে আপনি যদি Blogger এর কোন থিম পরিবর্তন করেন তাহলে আপনার ব্লগে আবার অটোমেটিক বিজ্ঞাপনের কোড যোগ করতে ভুলবেন না।



 আমার ওয়েবসাইট থেকে কেউ যেন আমার কোন লেখা কপি করতে না পারে তার জন্য কি কোন কোড আছে ?

একজন ব্লগার পরিশ্রম করে তার ব্লগে বিভিন্ন ধরনের পোস্ট করা থাকে, কেউ যদি সেই পোস্ট গুলো কপি করে নিয়ে যায় তখন তার লেখার প্রতি অনেকটা আস্থা হারিয়ে ফেলে । কেউ যদি আপনার লেখা চুরি করে এই ক্ষেত্রে, আপনি DMCA এর ব্যবহার করে এই ধরণের অনলাইনের লেখা চুরি থেকে নিজের ব্লগ বা ওয়েবসাইট গুলিকে বাঁচিয়ে রাখতে পারবেন। সেই জন্য  DMCA protection বা Plugin use করতে পারেন।তাছাড়া কেউ যদি আপনার কোন লেখা কপি করে তাহলে সে adsense পাবে না। তবে প্রশ্ন থাকতে পারে যারা adsense পেয়েছে তারা যদি কপি করে তাদের কি হবে? তাদেরও Adsense এর প্রবলেম হতে পারে।

 নতুনদের জন্য ফটোশপ টিউটোরিয়াল


ওয়েবসাইট অ্যাড শো করে না ?

আপনার ওয়েবসাইটের  থিমে প্রবলেম থাকতে পারে সেজন্য আগে আপনার ওয়েবসাইটের থিম চেক করুন । Blog সাইট বা  WordPress সাইটে AdSense বিজ্ঞাপনের কোড যোগ করার একাধিক পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি গুলো অনুসরণ করুন অথবা আপনার এডসেন্স এপ্রুভ হয়েছে কিনা একটু ভালবাবে চেক করুণ।

Privacy Policy ও Terms of Service Inform  না থাকলে কি Google AdSense পাওয়া যায় ?

হ্যাঁ এই প্রশ্নটিই খুবই গুরুতপূর্ণ ।হয়তো আমরা অনেকেই জানি অথবা অনেকেই জানিনা একটা ব্লগের  প্রাইভেসি পলিসি  খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার ব্লগের কোন ধরনের Privacy Policy  না থাকে তাহলে আপনার Google AdSense পাওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় যেমন About Us, Privacy Policy এবং Contact Us পেজ রাখা আবশ্যক। আপনার যদি কোন ব্লগ থাকে তবে অবশ্যই তার জন্য Privacy Policy তৈরি করে নিন। Privacy Policy যদি না থাকে তাহলে Google AdSense পাওয়া যাবেন না।


xyz. ডোমেইন কিনলে কি Google AdSense পাওয়া যায় ?

হ্যা পাওযাবে। XYZ ডোমেইন এর রিনিউ খরচটা বেশি।এখন মানুষের কথা শুনে কম দামে কিনতেছেন কিন্তু পরে ঠিক এ আফসোস করবেন । কথায় বলে, সস্তার তিন অবস্থা।একটি কোম্পানি যখন প্রথম বিজনেসে নামে তখন এই কোম্পানিটা অনেক সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে শুধু প্রথম অবস্থায় কিন্তু পরবর্তীতে তারা ঠিকই লাভে আসলে নিবে ।সেই জন্য যাই করেন বুঝে শুনে কাজ করুণ।

আমার একটি ব্লগার আইডি আছে, এখন আমি traffic বাড়াবো কি ভাবে?

কিভাবে ওয়েবসাইট বা ব্লগে Visitor বাড়ানো যা এই চিন্তাটা সকলেই করে, তবে ট্রাফিক পেতে হলে অবশ্যই আপনাকে ভালো SEO এবং ভাল মানের কি-ওয়ার্ড গুলো বেছে নিতে হবে।ওয়েবসাইট তৈরির পর প্রথমেই যে জিনিসটার উপর গুরুত্ব দিতে হবে, সেটি হচ্ছে ওয়েবসাইট বা ব্লগ সাইট এর ভাল পারফরম্যান্স কারণ ভিজিটরই মূলত একটি ওয়েবসাইটের প্রাণ।


 বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমাদের একটি ভাল প্রভাব ফেলতে হবে যেমন ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম, টুইটার ঐ সমস্তর মাঝে আপনাকে বেশি বেশি শেয়ার করতে হবে। একটি বিষয় নজর রাখতে হবে বেশি বেশি শেয়ার করতে গিয়ে আবার ওইসব মিডিয়াতে ব্লক যেন না খাই । 


তাছাড়া গেস্ট পোস্ট সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখে ব্লগে ট্রাফিক বা ভিজিটর বাড়ানোর ক্ষেত্রে সেইসাথে আপনার ওয়েবসাইট এর পারফরম্যান্স উপর বিবেচনা করে।

আমার কয়েকটি পোস্টের URL Google Search Console এ লাইভ টেস্ট এ দেখাচ্ছে ইনডেক্স করা যাবে । যেমন- URL is available on google । কিন্তু তিন দিন ধরে রিকুয়েস্ট ইনডেক্স করতেছি এখনো ইনডেক্স হচ্ছে না একটাও। 


এই সমস্যার সম্মুখীন আমিও হয়েছিলাম কিন্তু নিরাশ হওয়ার কিছু নেই কিছুদিন ধর্য্য ধরুন অটোমেটিক্যালি গুগল সার্চে চলে আসবে, হয়তো কিছুদিন সময় লাগবে ইনশাল্লাহ. ।

Google search console এ কোন Url অ্যাড করতে হয় ? হোম পেজ এর url নাকি প্রতিটি পোস্ট এর urls?

আপনি যদি google search console অ্যাড করতে চান তাহলে আপনার মেন ওয়েবসাইটের URL অ্যাড করতে হবে এবং আপনার ব্লগে পোষ্ট করার পর আপনার প্রতিটি পোস্ট Google ইন্ডেক্স করতে হবে।

পোস্ট url Google search console a index হচ্ছে না এমনকি Index request করলেও হয় না

বেশি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন, এবং প্রতিদিন পোস্ট করুন একটি নির্দিষ্ট টাইম এ এভাবে দশ বারো দিন করেন আপনার অটোমেটিকলি ইন্ডেক্স করা শুরু করবে।  ব্লগ সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে শো করে ভিজিটর বৃদ্ধি উপর।তারপরও বলবো বিশেষকরে একটি নতুন ব্লগকে সার্চ ইঞ্জিনের কাছে পরিচয় ঘটানোর জন্য Indexing এর বিকল্প কিছুই নেই তাই যদি index এর জন্য অপেক্ষ করুণ।

Which is better for Google adsence? Blogger or WordPress.

একদিকে ব্লগস্পটে ভালো কারণ এটা আমরা বিনামূল্যে পাই ।ওয়ার্ডপ্রেসও বেস্ট কারণ হলো ওয়ার্ডপ্রেস পেইড সার্ভিস আর ব্লগার হলো ফ্রী সার্ভিস আর গুগল পেইড সার্ভিস কে যতটা ভ্যালু দেয় ফ্রী সার্ভিস কে ততটা ভ্যালু দেয় না। ওয়ার্ডপ্রেস এ যে সুবিধাগুলো পাবেন ব্লগারে তা কখনই পাবেন না। তাই ওয়ার্ডপ্রেস হলো বেস্ট!

ব্লগার সাইটে ডাইরেক্ট MP3 Download Link দিলে এডসেন্স এর কোন সমস্যা হবে?

হ্যা। অনেক ধরনের প্রবলেম হতে পারে সেইজন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব যে, অ্যাডসেন্স পাওয়ার পর দিলে ভালো হবে।

আমার ব্লাগার সাইটি ৯০ টার মতো পোষ্ট রয়েছে কিন্তু এখনো Google AdSense পাচ্ছি না এটার কারণ  কি বলতে পারবেন। 

about page ta English a লিখেন। একটু সাইটটা সুন্দর করুন, পোস্ট গুলোতে কপিরাইট ফ্রী ইমেজ ব্যবহার করুন। google console এ পোস্ট গুলো ইনডেক্স করা আছে কিনা চেক করুন ।যদি আপনার পোস্ট বা সাইট ইনডেক্স করা না থাকে তাহলে ইনডেক্স করুন। সাইট ম্যাপ এড না থাকলে এড করুন, Robots File এড না থাকলে এড করুন। গুগল থেকে কিছু ট্রাফিক আনার চোস্টা করুন। তার পর আবার এডসেন্সে এপ্লাই করুন। আমি আশা করি AdSense পেয়ে যাবেন।

আমি আগে সকল পোষ্ট বাংলায় লিখেছি এখন ইংরেজিতে লিখছি এতে কি কোনো সমস্যা হবে ?

 কোন সমস্যা হবে না । আমি নিজেও বাংলা ও ইংলিশে লেখি আপনি যে ভাষা সবচাইতে সুন্দর করে লিখতে পারেন,  সেই ভাষাটি ব্যবহার করুন। আমি আপনাকে বলবো যে, সবচাইতে আপনার ভালো হয় যদি আপনি ইংরেজিতে পোস্ট করতে পারেন কারণটা হচ্ছে - সবচাইতে ইংরেজিতে লিখলে আপনার ভিজিটর বেশি হবে। 

আমার ব্লগ সাইট গুগলে সার্চ করলে আসে না?

google search console  এ অ্যাড করতে হবে । সেইসাথে sitemap এবং index করতে হবে । এই বিষয়ে উপরে দেখুন আলোচনা করেছি।

ইউনিক পোষ্ট করবো কিভাবে.?

যদি নিজে থেকে কিছু লিখতে না পারেন তাহলে অন্য ব্লগ সাইট থেকে আপনার নিশ রিলেটেড আর্টিকেল পড়ে তা থেকে ধারণা নিয়ে নিজের মতো সাজিয়ে লিখতে পারেন তাহলে আর্টিকেল ইউনিক হয়ে যাবে।এটাই সহজ একটা পদ্ধতি ।

How To Create Social Media Buttons 


ওয়েবসাইটে বা ব্লগসাইটে কীভাবে সোশ্যাল আইকন এবং শেয়ার আইকন যুক্ত করব ?
 আপনি যদি blogger ব্লগে সোশ্যাল মিডিয়া শেয়ার বটন বা  সোস্যাল আইকন যুক্ত করতে চান যেমন- Facebook, Whatsapp, Twitter, Reddit, Pinterest, Linkedin তাহলে Plugin ব্যবহার করতে পারেন এবং কোডিং করে পারেন। তবে অনেকেই কোডিং করতে পারে না  সেই জন্য আপনি প্লাগিন করে নিতে পারেন। 

 আপনার ব্লগ সাইটে অথবা ওয়েবসাইটে  যদি সোশ্যাল মিডিয়ার বটন গুলি থাকে তাহলে আপনি বিভিন্ন সাইট থেকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে অনেক ভিজিটর আপনার সাইটে নিয়ে আসতে পারেন । সেইজন্যে আমি আপনাকে সাজেশন করব আপনি এই সমস্ত সকল সোশ্যাল মিডিয়ার প্লাগইন আপনার ওয়েবসাইট অ্যাড করুন।দেখুন আমি উপরে একটি ছবি পোস্ট করেছি।

কোন ধরনের articles এ traffic বেশি পাওয়া যাবে ?

এটা নির্দিষ্ট করে বলা যাবে না কারণ আমার মতে সবগুলিতেই ট্রাফিক চলে আসে তারপরও যদি বলতে হয় বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, ভ্রমণ, খেলাধুলা, ইনকাম, রাজনীতি, এবং প্রযুক্তি বিষয়ক ব্লগ গুলিতে ট্রাফিক আসতে পারে। সবচাইতে ভালো হয় আপনি যে বিষয়টি ভালো লেখালিখি করতে পারেন এবং  যে বিষয়ে আপনার বেশি নলেজ আছে সেই বিষয়গুলি নিয়ে আপনি লেখালেখি করুন ।

ব্লগ সাইট বা ওয়াডপ্রেস  এই সমস্ত ওয়েবসাইটে বহু ভাষা ব্যবহার করলে কি সমস্যা হবে?

না কোন সমস্যা হবে না। আপনি যে কয়টি ভাষা জানেন আপনি সে কয়টি ভাষা ব্যবহার করতে পারেন। তবে আমি প্রতিবারের মতোই বলবো সবচাইতে আপনি ইংলিশ ভাষায় যদি আপনি পোস্ট করতে পারেন তাহলে আপনার বেশি ভিজিটর আসবে এবং আপনার ব্লগ সাইটের জন্য একটি প্লাস পয়েন্ট। 

একটি ওয়েব সাইটে যদি আমি সব বিষয়ে লেখি তাহলে কি adsense a problem হবে ? যেমন -স্বাস্থ্য, পড়াশোনা, টেক, নিউজ ইত্যাদি।
না কোন ধরনের প্রবলেম হবে না ।

ব্লগার পোস্ট কপিরাইট হলে সেটা ডিলিট করা ভালো নাকি রিরাইট করা ভালো?

ওয়েবসাইটে কখনোও কপি করা পোস্ট না করাই সবচাইতে ভালো কারণ যে কোন টাইমে কপিরাইট আসতে পারে। সে জন্য সব সময় চেষ্টা করবেন কপিরাইট থেকে দূরে থাকা। আর যেহেতু আপনি কপি করে পোস্টটি করেছেন সে জন্য আমি মনে করি পোস্টটি ডিলিট করে দিন সেটাই সব চাইতে ভাল। কপিরাইট লেখাটা যদি আবার এডিটিং করতে চান যদি সুন্দর করে গুছিয়ে এডিটিং না করতে পারেন তাহলে আবার কপিরাইট থেকে যাবে।

Blogger site এ কখন অ্যাডসেন্স একাউন্ট add করবো বা কত গুলো ভিজিটর হলে?
প্রথম আপনি আপনার ব্লগ সাইটকে নিজের মতো করে গুছিয়ে নিন। 
 আপনার ব্লগ সাইট সুন্দর করে গুছিয়ে তথ্যবহুল লেখা দিয়ে লিখুন। আপনি যখন কোন একটি আর্টিকেল লিখবেন সে আর্টিকেল এর মাঝখানে যেন ভিজিটররা ভালো তথ্য পায় সেদিকে খেয়াল রাখুন। আপনার ওয়েবসাইটে ঢুকেই তার মন কেড়ে নেই আপনার আর্টিকলটি। 
তবে অবশ্যই আপনাকে একাধিক তথ্যবহুল পোস্ট করা লাগবে।

এইছিল ব্লক সম্পর্কিত আজকে প্রশ্ন পর্ব । ব্লগ বিষয় নিয়ে আগামীতে  দ্বিতীয় পর্বে আরো কিছু লেখা লিখব। বন্ধুরা যদি ব্লগ সম্পর্কিত আমার লেখায় কোন ভুল ভ্রান্তি থেকে তাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।আমি আপনাদের সকলের মঙ্গল কামনা  করে এখানেই আজকের মত সমাপ্ত।

 আল্লাহ সকলকে হেফাজত করুন।

আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হলে এখানে ক্লিক করুন

 আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করতে হলে এখানে ক্লিক করুন

 তাছাড়া আপনি যদি চান আপনার ফেসবুক পেইজ অথবা ইউটিউব চ্যানেল অথবা কোন  ফেইসবুক গ্রুপ এবং আপনার কোন ব্লগসাইট প্রমোট করতে তাহলে এই addme.pagepromote গ্রুপটিতে আপনি ক্লিক করে আপনি আপনার চ্যানেল ফেসবুক পেইজ এবং আপনার ব্লগ সাইটটি প্রমোট করতে পারেন।  
ধন্যবাদ সবাই ভালো থাকুন।


পুতুল আলতাব / Putul Altab






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.