Header Ads

Header ADS

কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট শুরু করা যায়

 ওয়েব ডেভেলপার কি ?



web development এর কাজ কি

আমরা অনেকেই বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কাজ করে থাকি ।  কেউ হয়তো ওয়েব ডেভেলপারের প্রফেশনালি কাজ করে যাচ্ছি আবার অনেকেই ওয়েব ডেভেলপারের কাজ শেখার জন্য নিয়মিত অনুশীলনের করে যাচ্ছি। 

                                কিভাবে গুগলে ছবি আপলোড করার নিয়ম

আবার অনেকেই নতুন যারা রয়েছেন তারা হয়তো ভাবছেন, কিভাবে  ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি । প্রথমত হঠাৎ করে আপনি ইচ্ছা করলে ওয়েব ডেভেলপারের কাজটা শিখতে পারবেন না । কারণ হচ্ছে ওয়েব ডেভেলাপারের  কাজগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে ।  যখন সেই সমস্ত ধারণাগুলো আপনার মাথায় ঢুকে যাবে তখন আপনি ইচ্ছা করলেই যেকোন ওয়েব ডেভেলপারের কাছ থেকে কিছু দিনের জন্যে ট্রেনিং নিতে পারেন।

কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট শিখব ?

বর্তমানে ইউটিউব খুলেই ডেভেলপমেন্ট নিয়ে অনেক ধরনের টিউটোরিয়াল পেয়ে যাবেন । এছাড়াও যদি ইউটিউবে সার্চ করেন - কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট শিখবো ? কিভাবে ওয়েব ডেভেলপার এর কাজ শিখতে যায় ? কিভাবে ওয়েব ডেভলপিং করতে হয় ?  সহজে ওয়েব ডেভেলপিং এর কাজ শেখার পদ্ধতি ?  ওয়েব ডেভেলপার এর কাজ গুলো কি কি ? ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট শিখব, ওয়েব ডেভেলপমেন্ট, কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট শুরু করা যায়, ওয়েব ডিজাইন টিউটোরিয়াল, বেসিক ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট কি, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট গাইড, ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, ওয়েব ডেভেলপমেন্ট শেখার গাইডলাইন, ওয়েব ডিজাইন শিখতে কি কি লাগে ? যখন  ইউটিউব এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করবে তখন বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনি পেয়ে যাবেন। 

কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট শিখব

Web Development কি?

সাধারণত ওয়েব ডেভেলপার কি ? ওয়েব ডেভলপমেন্ট হল ইন্টারনেটে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন তৈরির প্রক্রিয়া, অথবা কোনও ব্যক্তিগত নেটওয়ার্ক যেমন ইন্ট্রানেট হিসাবে পরিচিত। আবার যদি একটু ভিন্নভাবে বলি যেমন ওয়েব বিকাশ কোনও ওয়েবসাইটের ডিজাইনের সাথে সম্পর্কিত নয়, বরং এটি কোডিং এবং প্রোগ্রামিং সম্পর্কে যা ওয়েবসাইটের কার্যকারিতাকে শক্তি দেয়। একজন ভালো ওয়েব ডেভেলপার হওয়ার পূর্বে আপনাকে আগে কিছু বেসিক প্রোগ্রামিং জানতে হবে, ওয়েব ডেভেলপমেন্ট গাইড লাইন জানতে হবে যেমন-

1. এডোবি ফটোশপ - Adobe Photoshop

2. সিএসএস ৩ - CSS 3

3. বুটস্ট্র‍্যাপ ৪ - Bootstrap 4

4. এইচটিএমএল ৫ - HTML 5

জাভা দিয়ে শুরু করতে পারেন। কারণ এই প্রোগ্রামিং লেঙ্গুইজ শিখলে আপনার Object Oriented Programing এর কনসেপ্ট একদম পরিষ্কার হয়ে যাবে। এই কাজগুলো শিখতে হলে অনেকটা ধৈর্যশক্তির বিষয় মাথায় নিতে হবে আর এই জাভা শিখলে আপনি অ্যাপ ডেভেলপমেন্টও করতে পারবেন খুব ভালোভাবে।

                            ইউটিউব থেকে আয় করার নিয়ম

তবে বর্তমান সময়ে আরও সহজভাবে ওয়েব ডেভেলপিং এর কাজ শেখা যায় অনেকেই দেখা যায় কোডিং শিখতে গিয়ে মাথা গরম হয়ে পড়ে । তবে ভিন্ন ধরনের আরও কিছু পথ রয়েছে তার মাঝে যদি একটা উদাহরন দিয়ে দিই , যেমন যারা কোডিং শিখতে অনেক কঠিন কাজ মনে করে এবং কোডিং ছাড়া ওয়েবসাইট ডিজাইন এবং বানাতে চান তাঁদের জন্য ওয়ার্ডপ্রেস খুব উপকারী।

WordPress কি ?  কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে ?

 খুব সহজ ভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে কোডিং এর ঝামেলা ছাড়াই আপনি অনেক সুন্দর ওয়েবসাইট বানাতে পারেবন। এখন হয়তো ভাবতে পারেন যে আসলো ওয়ার্ডপ্রেস কি ওয়ার্ডপ্রেস একটা ভিন্ন ধরনের কাজ  যদি আমি আপনাদের সাথে ওয়ার্ডপ্রেস নিয়ে একটু আলোচনা করি যেমন- ওয়ার্ডপ্রেস (WordPress ) প্রথম পর্যায়ে এটি একটি ফ্রি blogging platforms ছিল যা পরবর্তীকালি এটি একটি ইঞ্জিন তৈরি করে এমনকি সেইসাথে বিনামূল্যে তা Download করে যেকোনো ব্লগারকে ব্যবহারের সুবিধা দিতে শুরু করে. ওয়ার্ডপ্রেস (WordPress) দ্বারা কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব।যেমন অনেকটা  গুগলের ব্লগার সাইটের মত । 

 How to upload video on Facebook page

ফেসবুকে আপনার পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্টগুলোযেভাবে দেখবেন


প্রোগ্রামিং শিখার অনেকই অনেকটা কঠিন মনে করে  কিন্তু বিষয়টা তেমন নয় বিষয়টা জটিল তখনই হয় যতক্ষণ পর্যন্ত বিষয়টা আপনার মাথায় না ঢুকে ততক্ষণ পর্যন্ত এটা একটা জটিল মনে হবে। কোনো জিনিস শেখার প্রথম ধাপ হচ্ছে প্রয়োজনীয়তা অনুভব করা। এক্ষেত্রেও এর কোন ব্যাতিক্রম নয়। 

প্রোগ্রামিং বিষয়টা যদি আপনি জটিল করে দেখেন তাহলে একটা জটিল হবে যদি বড় করে দেখান তাহলে বড় হবে । যদি ছোট করে দেখেন তবে ছোট হবে বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর। প্রোগ্রামিং এই ছোট্ট শব্দটিকে আমরা মোটামুটি সবাই চিনি। তবে প্রোগ্রামিং বিষয়টাকে আমাদের মনের মধ্যে এত কঠিনভাবে ঢুকিয়ে দেয়া হয়েছে যে, আমরা প্রোগ্রামিং মানেই কঠিন কঠিন সফটওয়্যার বানানোকেই বুঝে থাকি।

প্রোগ্রামিং কি? প্রোগ্রামিং শেখার উপায় কি?

তবে আমার ব্যক্তিগতএকটি বিষয়ে সকলের সঙ্গে শেয়ার করতে চাই যারা প্রোগ্রামিং শিখতে চান  তারা একটি কাজ দেখে নিতে পারেন যেমন - কোন কিছু শেখার একটাই সবচেয়ে ভালো রাস্তা। আর এর জন্য সবচেয়ে ভালো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হচ্ছে ভিজুয়াল বেসিক এর মাধ্যমে আপনি ড্রাগ এন্ড ড্রপ করে সফটওয়্যার ডিজাইন ও প্রোগ্রামিং করতে পারবেন।

ওয়েব ডিজাইন টিউটোরিয়াল

যখন আপনি এগুলোর কাজ শিখে ফেলবেন তারপর আপনি ওয়াইফ ডেভলপারের কাজটা শুরু করতে পারেন। তারপরও আপনি যদি মনে করেন যে না আমি ওয়েব ডেভেলপারের কাজটা দিয়ে আমি শুরু করবো তাও আপনি করতে পারেন। তবে তার জন্য বেসিক নলেজ কোথায় দেখে নেবেন ?  ওয়েব ডেভলপ কাজ শিখতে হলে ইউটিউবে সার্চ করুণ।

            কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করা

 ইউটিউবে বিভিন্ন ধরনের ওয়েব ডেভলপারদের বিভিন্ন ধরনের টিউটিরিয়াল শেয়ার করা যাচ্ছে। সেখান থেকে কিছু অভিজ্ঞতার নেওয়া যেতে পারে। একজন ওয়েব ডেভেলপার হিসেবে আত্মপ্রকাশ করতে হলে ভালো কম্পিউটারের কাজ জানা থাকতে হবে বিশেষ করে গ্রাফিক্সের কাজ জানা থাকতে হবে।

 আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন। এই পোষ্টটি সম্পর্কে যদি আপনাদের কোন মতামত থাকে তাহলে এখানে ক্লিক করে আমার সঙ্গে ফেইসবুক এ যোগাযোগ করতে পারেন । এছাড়া Putul Altab নামে আমার ইউটিউব চ্যানেল রয়েছে এখানে Putul Altab বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি আপনি দেখতে পারেন। 

 

 

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.