Header Ads

Header ADS

অনলাইনে কাজ করার উপায়

 ঘরে বসে অনলাইনে বিভিন্ন ভাবে আয় করা

অনলাইনে আয় করার সহজ উপায়

অনলাইন থেকে ইনকাম করতে আমরা সকলেই চেষ্টা করে যাচ্ছি।  কিন্তু কোথায় থেকে ইনকাম করা যায় সে রাস্তাগুলো মোটামুটি আমরা সকলেই জানি আবার অনেকই জানি না ।  যারা অনলাইন থেকে ইনকাম করতে চান কিন্তু কোথায় থেকে কিভাবে কাজ করবেন সেই সমস্ত রাস্তা গুলো জানা নেই। 

তাদেরকে কিছু দিকনির্দেশনা দেখিয়ে দেবো সেই সাথে কোথায় কিভাবে কাজ করতে হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব । শুধু তাই নয় এছাড়াও সহজে অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য নিজেকে কিভাবে দক্ষতা করে তুলবেন সেইসাথে আপনার কি কি কাজ করতে হবে তার নিয়ম আজকে এখানে আলোচনা করব।

ফ্রিল্যান্সিং করে অনলাইনে টাকা ইনকাম করার জন্য বিভিন্ন ধরনের প্লাটফর্ম রয়েছে, তার মাঝে সবারই কিছু জনপ্রিয়তা সাইট রয়েছে। সেগুলো যেমন:  Fiverr, Freelancer, Upwork ইত্যাদিতে একাউন্ট খুলে আপনার পোর্টফলিও সাজিয়ে ফেলুন এবং দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী কাজের জন্য অ্যাপ্লাই করুন। কিন্তু এখানে কিছু মানুষের চাহিদা অনুযায়ী কাজ করতে হবে । যেমন বায়ার তার চাহিদা শুধু তাই না আপনার দক্ষতা যাচাই করে আপনাকে কাজ দিবে।

ইউটিউব থেকে আয় করার সহজ উপায়

আর এই সমস্ত প্লাটফর্মে কাজ করতে হলে আপনাকে অভিজ্ঞতা অবশ্যই অর্জন করতে হবে।  এখন কথা হল সেই সমস্ত অভিজ্ঞতা আপনি কোথায় থেকে অর্জন করতে পারবেন ? অভিজ্ঞতা অর্জন করতে হলে কোথায় আপনি নিয়মিত অনুশীলন করবে এবং কিভাবে অনুশীলনী করবেন ? বেশি বেশি ব্লগ পড়ার অনুশীলনী

গড়ে তোলন। বর্তমান সময়ে ব্লগে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকে বিভিন্ন ব্লগার এবং বিভিন্ন ধরনের মানুষ সেখানে তাদের অভিজ্ঞতা শেয়ার করে থাকে নতুনদের জন্য আপনি সেখান থেকে অভিজ্ঞতা নিতে পারেন তবে তার জন্য আপনাকে নিয়মিত বেশি বেশি ব্লগের পোস্ট গুলো পড়তে হবে।

 

ইউটিউব টিউটোরিয়াল দেখুন

যখন আপনি নিয়মিত ইউটিউবে বেশি ভিডিও দেখবেন তখন সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।  বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ইউটিউবার তাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা শেয়ার করে তাকে ইউটিউবে । আপনি যে বিষয়টি নিয়ে কাজ করতে চান সেই বিষয়ের ভিডিওগুলো নিয়মিত দেখুন ।


         ওয়েব ডেভেলপমেন্ট গাইডলাইন  


যেকোনো একটি কাজ শিখুন 

আপনি যেকোনো একটি কাজ নিয়ে এগিয়ে যেতে পারেন তার জন্য যেকোনো একটি কাজ অনলাইন থেকে শিখুন । আপনি চেষ্টা করবেন যে, যে কাজটি মোটামুটি আপনার জানা আছে এবং কিছুক্ষণ দেখলে আপনি দ্রুত গতিতে কাজটি শিখতে পারবেন সে কাজগুলো শেখার চেষ্টা করুন ।


নিয়মিত প্রাকটিস করুন


যে কোন কাজ শিখতে হলে নিয়মিত প্র্যাকটিস করুন।  যে কাজটি শিখতে চাচ্ছেন সেই কাজটি নিয়ে প্রতিদিন যখনই সময় পান ঠিক তখন থেকে এক থেকে দুই ঘন্টা প্র্যাকটিস করুন আর যদি হাতে সময় বেশি থাকে তাহলে বেশি সময় প্র্যাক্টিস করতে পারেন। একটি কথা মনে রাখবেন অনুশীলনের কোন শেষ নেই এবং এটা কখনো বৃথা যেতে পারে না ।

 

ফেসবুক গ্রুপে জয়েন করুন

 

যদি আপনার সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে একটিভ থাকেন তাহলে কিছু কিছু ফেসবুক গ্রুপে এড হয়ে যান।  আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতে ইচ্ছা পোষণ করেছেন সেই সমস্ত গ্রুপ গুলোতে নিয়মিত একটিভ থাকুন। সেখানে তাদের দেখুন এবং আপনি নিজেও সাজানো পোস্ট করে বিভিন্ন ধরনের সহযোগিতা চাইতে পারেন এমনকি যে কোন বিষয় জানতে পারেন ।

 

এক্সপার্ট দের সাথে সম্পর্ক করুন


সোশ্যাল মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়ার বাহিরে যারা এক্সপার্ট রয়েছে তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তুলুন।  তাদের সাথে যদি আপনি ভাল সম্পর্ক গড়ে তুলতে পারেন একসময় দেখা যাবে তাদের সহযোগিতা আপনি পেয়ে যাবেন। ধরুন আপনি একটি কাজ করছেন আর আপনি এক্সপার্ট এর সাহায্য নিলেই সে আপনাকে যেকোন সময় সহযোগিতা করতে পারে । সেজন্য যারা কাজে এক্সপার্ট তাদের সঙ্গেও সম্পর্ক করা খুবই প্রয়োজন ।


Data Entry  কি ? কিভাবে  ডাটা এন্ট্রি কাজ করে ?

কিভাবে ডাটা এন্ট্রির কাজ করা

ডাটা এন্ট্রি কাজ করতে পারেন ডাটা এন্ট্রি কাজটা কি ? Data entry মানে, একজন টাইপিস্ট (typist) এর সাহায্যে টাইপিং এর মাধ্যমে যেকোনো হার্ড কপি থেকে ডাটা গুলোকে সফ্ট কপিতে কনভার্ট করা । এই কাজটি করতে হলে আপনাকে কীবোর্ড টাইপিংয়ে  অভিজ্ঞতা থাকতে হবে। যাতে ডাটা গুলোকে তাদের যথাযত স্থানে সংগ্রহ করা বা জমা করতে পারেন। ডাটা এন্ট্রির বিভিন্ন ধরনের কাজ রয়েছে এখন ডাটা এন্ট্রির কাজ টা হচ্ছে মূলত, ডাটা গুলোকে একটি কম্পিউটারের মাধ্যমে কিছু সফটওয়্যার এর সাহায্যে যোগ বা আপডেট করা হয়।


Data Analyzing কি  ? কিভাবে  Analyzing কাজ করে ? 

ডেটা অ্যানালিসিস (Data Analyzing ) ডেটা প্রসেস করার একটি ক্ষুদ্র অংশ। অ্যানালিসিসের পরে সেই ডেটাকে শব্দ ও ভিজ্যুয়ালাইজেশনের মাধ্যমে আরও তাৎপর্যপূর্ণ ও আকর্ষণীয় করে তোলা যায়। এই সমস্ত কাজ করতে হলে ইউটিউবে বিভিন্ন ধরনের টিউটিরিয়াল রয়েছে। কিভাবে ডাটা এনালাইসিস এর কাজ করতে হয় ?  এই লেখাটা ইউটিউবে লিখে সার্চ করলে বিস্তারিত পেয়ে যাবেন

            ফেসবুকে আপনার পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্টগুলোযেভাবে দেখবেন

এছাড়াও গুগলের যদি সার্চ করে এই বিষয়ের উপরে হাজার হাজার টিউটিরিয়াল পেয়ে যাবেন।  ইংলিশে লিখে সার্চ করতে পারেন অথবা বাংলা লিখে সার্চ করতে পারেন। বাংলায় যদি লিখেন, কিভাবে এনালাইসিস কাজ করা যায় ? সেটা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন।


Graphics Design কি ? কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখবো

গ্রাফিক্স ডিজাইন কিভাবে করতে হয় 

গ্রাফিক্স ডিজাইন (Graphics Design) হচ্ছে কোনো একটি ম্যাসেজ বা তথ্যকে সৃজনশীলতা দিয়ে রঙ, রেখা ও বিভিন্ন সেপের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। গ্রাফিক ডিজাইন এর কাজ করতে হলে আপনাকে ফটোশপের কাজ করতে পারেন ইলাস্ট্রেটর এর কাজ করতে পারেন এবং বিভিন্ন ধরনের বিভিন্ন সফটওয়্যার রয়েছে যেমন ভিডিও এডিটিং এর মাধ্যমে করতে পারেন।

 

 গ্রাফিক্স ডিজাইন এর অর্থ হল বেশিরভাগ ক্ষেত্রেই এই তথ্য বা ম্যাসেজগুলো হয় মার্কেটিং সম্পর্কিত। মার্কেটিং বাদেও বিভিন্ন সেক্টর রয়েছে গ্রাফিক্স ডিজাইনের আওতায়। গ্রাফিক ডিজাইন সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান ইউটিউবে সার্চ করলে বিভিন্ন ধরনের টিউটিরিয়াল পেয়ে যাবেন। সেই সাথে গুগোল এ সার্চ করে পেয়ে যাবেন।

  How to upload video on Facebook page

Database কি ? কিভাবে ডাটাবেজ তৈরি করা যায়

একটি ডেটাবেজ (Database) হল কোন কম্পিউটার সিস্টেমে সঞ্চিত উপাত্ত বা রেকর্ডসমূহের একটি কাঠামোবদ্ধ সংগ্রহ। ডাটাবেজের কাস্ট একটু কঠিন এই কাজটা সহজ কেউ করতে পারে না। তবে কম্পিউটার সিস্টেমেউপাত্তকে একটি উপাত্ত মডেল অনুসারে সাজিয়ে এই কাঠামোটি অর্জন করা হয়। বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত উপাত্ত মডেল হল সাম্পর্কিক বা রিলেশনাল মডেল। যদি ডাটাবেজ নিয়ে কাজ করতে চান তাহলে এই কাজটি করতে পারেন তবে এই কাজটি করার জন্য ধৈর্য শক্তি খুবই প্রয়োজন। 

মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন

Web Developing কি ? web development এর কাজ কি ?

 

ওয়েব ডেভেলপিং (Web Developing) ওয়েব সার্ভারে জমা রাখা তথ্য ইন্টারনেটের মাধ্যমে দর্শনযোগ্য করার সফটওয়্যার তৈরী করাকে ওয়েব ডেভেলপমেন্ট বলা হয়। এছাড়া ওয়েব ডেভেলপিং এর মাঝে বিভিন্ন ধরনের কাজ রয়েছে সেগুলো করতে পারেন এবং সেগুলো সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারেন ।

           কিভাবে গুগলে ছবি আপলোড করার নিয়ম

SEO  কি ? কিভাবে এসইও শিখবো

এসইও এর পূর্ণরূপ হচ্ছে ( SEO means Search Engine Optimization ) “ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ”। সহজ কথায় আমরা যখন গুগল কিংবা অন্য যেকোন সার্চ ইঞ্জিনে কোন কিছু লিখে সার্চ দেই তখন গুগল কিংবা ঐ সার্চ ইঞ্জিন কতগুলো রেজাল্ট দেখায়। আমারও সবাই গুগল ব্যবহার করে থাকি, গুগোল এ যে সমস্ত বিষয় নিয়ে আমরা কাজ করি এবং আমাদের চোখের সামনে যে সমস্ত তথ্য তুলে ধরে সেটাই এক ধরনের সার্চ ইঞ্জিনের কাজ ।

যদি আমি গুগলে লিখে সার্চ করি , কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় ? তখন দেখবেন গুগলে বিভিন্ন ধরনের লিঙ্ক আমাদের সামনে শেয়ার করবে অথবা ওয়েবসাইটে শেয়ার করে দিবে। সেখান থেকে আমরা আমাদের পছন্দমত লিংকে ক্লিক করে আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ভিজিট করে আমাদের দরকারি তথ্য খুঁজে পাই। এটাই হচ্ছে সার্চ ইঞ্জিনের কাছে শুধু গুগলের সার্চ ইঞ্জিন এরকম নয় আরও বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিল রয়েছে ।

 

আজকে আমরা এই পোস্ট থেকে অনেক কিছু জানতে পারলাম । এখন প্রশ্ন হচ্ছে এই কাজগুলো করতে হলে আপনাকে সময় ব্যয় করতে হবে । সেই সাথে আপনার ধৈর্য শক্তি থাকতে হবে।  আমি অনেককেই দেখেছি বাস্তব জীবনে অনলাইনে কাজ করতে খুবই তারা আগ্রহ হয়ে আসে। কিছুদিন পর তাদের ধৈর্যশক্তি না থাকার কারণে অনলাইন থেকে চলে যায়।

 

 কারণ অনলাইনে কাজ করতে হলে বিভিন্ন ধরনের কাজ রয়েছে সেই কাজগুলো করা বাস্তবে খুবই কঠিন আবার যারা এই কাজগুলি নিয়মিত করে থাকে তাদের কাছে খুবই সহজ । আপনি যদি অনলাইনে কাজ করতে চান উপরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এই বিষয়গুলো পর্যবেক্ষণ করুন অনুশীলনী করুন এই সাইট গুলো ব্যবহার করুন তাহলে আপনি কাজ করতে পারবে।


আজকে অনেকক্ষণ আলোচনা করলাম, সকলে ভাল থাকুন। সুস্থ থাকুন, সেই শুভ কামনায় আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ।  আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করতে চাইলে এখানে ক্লিক করুন। এছাড়া আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে সেগুলো দেখতে চাইলে এখানে ক্লিক করুন।


পুতুল আলতাব ,   Putul Altab

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.