Header Ads

Header ADS

হাসি মানুষের সুখ

হাসি মানুষের সবচেয়ে সেরা ওষুধ। মাঝে মাঝে মনেহয় হাসির চেয়ে সুন্দর কিছু পৃথিবীতে নেই। মানুষের হাসি হচ্ছে একপ্রকার মুখমণ্ডলীয় বহিঃপ্রকাশ আবার অনেক সময় দেখাযায় মুখমণ্ডল ছাড়াও চোখের মধ্যেও হাসি।

চোখের হাসি দেখতে হলে চোখের ভেতরে আরও দুটি চোখ আছে ঝাপসা ঝাপসা ছোট ছোট পিচ্ছি কালো চোখ। সেই চোখে থাকাতে হবে। তবে সেই ঝাপসা ঝাপসা চোখের হাসি অনেকই দেখতে পারে না। আর যারা কিনা দেখতে পারে, তাদের চোখের ক্লান্তি খুব সহজে দূর হওয়ার সম্ভব হতে পারে। চোখের হাসি মুখের হাসি এই দুটি এমনই এক সংক্রামক ব্যাধি যে কেউ হাসছে দেখলে মনের অজান্তেই নিজের মুখেও মুচকি হাসি চলে আসে। সত্যি হাসি এক প্রকার প্রতিফলনও বলা যেতে পারে। এর চেয়ে সুন্দর কিছু আর কি হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.