Header Ads

Header ADS

জীবনটা প্লাস মাইনাস চিহ্ন

স্কুল জীবনে অংকে একটু কাঁচা ছিলাম তাই স্কুলের অংক নিয়ে মাঝেমাঝে অংক কষে যেতাম, সেইসময় অংকে খুব জটিল মনেহতো। বর্তমানেও একই অবস্থা। জীবনের অংকটা বড় গোলমেলে লাগে, শুধু ভুল করি, কখনো যোগ বা বিয়োগে, কখনোও বা চিহ্ন পাতাতে।



পৃথিবীর সবচেয়ে জটিল মনে হচ্ছে জীবন অংক। যে সূত্রেই প্রয়োগ করি না কেনো শেষ ফলাফল মিলাতে পারি না। বইয়ের অংক কষার যৃদ্ধ যতটা সহজ তার ছেয়ে জীবনের অংক কষার যৃদ্ধ ততটাই কঠিন। মানুষ যখনই যুদ্ধ নামটা শুনলেই অনেকই আতঙ্কে উঠে কারন যুদ্ধ মানুষকে দাঁড় করিয়ে দেয় এক ভয়ংকর পরিণতির সামনে। সেই জন্ম নেয়ার পর থেকে যখন বুঝার মতো জ্ঞান সৃষ্টিকর্তা করেছেন দান তখন থেকেই জীবনের যুদ্ধ শুরু হয়, বড় হওয়ার যুদ্ধ, নিজের পায়ে দাঁড়ানোর যুদ্ধ। কিছু পাওয়া যৃদ্ধ। অন্য মনের সাথে নিজের মনে যৃদ্ধ কিন্তু এ যুদ্ধের শেষ কোথায় ?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.