Header Ads

Header ADS

মানুষ খুবই আবেগপ্রবণ

মানুষ খুবই আবেগপ্রবণ। তবে বেশি আবেগপ্রবণ মানুষ আত্মবিশ্বাসী হতে পারেন না। আমি ব্যক্তিগত ভাবে আবেগ জিনিষটা ভাল দৃষ্টিতে দেখিনা। কারণ আবেগ আমার বিবেককে বিসার্জন করেদেয়। যদিও মানুষের জীবনের সাথে আবেগ মিশে রয়েছে। আবেগ মানুষকে কষ্ট ও নষ্ট করতে সাহায্য করে। আবেগ অনেক ক্ষেত্রেই মানসিক অস্তিরতার সৃষ্টি করে। শুধু তাই নয়, মানসিক অশান্তি, উত্তেজনা, ত্রুোধ, ধ্বংসপ্রাপ্ত করতে পারে। প্রত্যেক মানুষেরই আবেগ থাকে। তবে লোক বিশেষে কারোও বেশি কারোও কম।



অনেক সময় দেখাযায় আবেগ মানুষকে বাস্তবতা থেকে দূরে রাখে যেমন অতিরিক্ত ভালোবাসা, হতাশা, রাগ, হিংসা, লোভ-লালসার মত বিষয়টি যখন মানুষে মস্তিষ্কে ডুকে যায় ঠিক তখনই বিবেক পালিয়ে যায়, সকল যুক্তি আবেগের কাছে পরাজিত বা পরাজিত সৈনিক হয়ে যায়। এসব চিন্তা-চেতনাকে বিবেক নিয়ন্ত্রন করতে না পেরে এক সর্বনাশ উত্থান-পতনের দিকে নিয়ে চলে। তখন আবেগ দ্বারায় মানুষ অধৈর্য হয়ে উঠে এমনকি মানসিক অস্থিরতা সৃষ্টির সামিল হয়, যা মানসিক অশান্তিসহ ক্রোধের দিকে ধাবিত করে। তখন যার শেষ পরিণাম অমঙ্গল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.