how to create a pinterest account, পিন্টারেস্ট অ্যাকাউন্ট নিয়ে বাংলা টিউটোরিয়াল।
Create new pinterest account, পিন্টারেস্ট অ্যাকাউন্ট নিয়ে বাংলা টিউটোরিয়াল।
Pinterest এই নামটি প্রথম শুনেছেন ? আসলে পিন্টারেস্ট কি আর যারা পুরাতন তারা অনেকেই পিন্টারেস্ট এর সাথে অনেকেই পরিচিত। পিন্টারেস্ট যার ইংরেজি নাম Pinterest এটি হচ্ছে ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশন যা ফটো শেয়ারিং ওয়েবসাইট হিসেবে কাজ করে থাকে। এটি ব্যবহারের জন্য আপনাকে নিবন্ধন করার লাগবে। Pinterest একাউন্ট খোলার জন্য উপরে ভিডিও লিংক শেয়ার করেছি দেখুন।
আমি আজকে এই বিষয়টি নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল করেছি এবং এই টিটোরিয়ালটি আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করলাম। আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ! আপনারা ইচ্ছে করলে এই ভিডিওটি দেখে পিন্টারেস্ট এর একটি অ্যাকাউন্ট খুলতে পারেন । কেন পিন্টারেস্ট একাউন্ট খুলবেন ? এই বিষয় নিয়ে আজ আলোচনা করবো।
প্রথমেই ভেবে অবাক হবেন যে এই পিন্টারেস্ট বর্তমানে সোশ্যাল নেটওয়ার্ক গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে ফেসবুক আর দ্বিতীয় স্থানটি দখল করার জন্য মারাত্মক প্রতিযোগিতা চলছে পিন্টারেস্ট, ও টুইটার এর মধ্যে। প্রায় কয়েক কোটিরও বেশি সংখ্যক মানুষ যাদের মধ্যে বেশিরভাগ ব্লগার, কোম্পানী, ব্র্যান্ড এবং ব্যাবসা সমূহ নিয়ে পিন্টারেস্ট বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বড় একটা প্রভাব নিয়ে আছে। বর্তমানে পিন্টারেস্ট নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে গুগলে সার্চ করলে এমনকি ইউটিউবে সার্চ করলে বিভিন্ন ধরনের তথ্যসহ ব্যবসা-বাণিজ্য সম্পর্কে আপনি জানতে পারবেন।
পিন্টারেস্ট থেকে আয় করা যায় এ বিষয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন ইউটিউবে সার্চ দিলে অথবা যদি আপনি গুগল এ সার্চ করেন। পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে বিভিন্ন জায়গাতে অনেক অনেক কৌশল এবং টিপস খুজে পাওয়া যায়।
আমি আগামী টিউটোরিয়ালে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে আমি পোস্ট করব এবং সেইসাথে ভিডিও পোস্ট করব। পিন্টারেস্ট মার্কেটিং কি ? এবং পিন্টারেস্ট মার্কেটিং কিভাবে করা যায় ? এই বিষয়টি নিয়ে আমি আগামী পর্বে একটি টিউটোরিয়াল তৈরি করব।
আমি আশা করছি উপরে যে ভিডিও টিউটোরিয়ালটি পোস্ট করেছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। এবং এই বিষয়ে যদি আপনাদের কোন মন্তব্য থাকে, আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত প্রকাশ করতে পারেন।
এই ছিল আজকের আমার টিউটিয়াল সবাই ভাল থাকুন! সুস্থ থাকুন! সেই শুভ কামনা সবার প্রতি রইল! আল্লাহ হাফেজ!
তাছাড়া আপনি যদি চান আপনার ফেসবুক পেইজ অথবা ইউটিউব চ্যানেল অথবা কোন ফেইসবুক গ্রুপ এবং আপনার কোন ব্লগসাইট প্রমোট করতে তাহলে এই addme.pagepromote গ্রুপটিতে আপনি ক্লিক করে আপনি আপনার চ্যানেল ফেসবুক পেইজ এবং আপনার ব্লগ সাইটটি প্রমোট করতে পারেন।
ধন্যবাদ সবাই ভালো থাকুন।
পুতুল আলতাব / Putul Altab
কোন মন্তব্য নেই