Header Ads

Header ADS

ইমু ডাটা বন্ধ করার নিয়ম।Imo New Tips And Tricks Bangla





আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ? আমি আশা করছি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আজকে আলোচনার বিষয় ইমু  IMO



কয়েকদিন আগে এক বোন আমার কাছে জানতে চেয়েছিল ইমু সম্পর্কে তিনি আমাকে প্রশ্ন করলো। ভাইয়া আমি যখন মোবাইলে নেট কানেকশন চালু করি তখন আমার বড় ভাই আমাকে অনলাইনে দেখে।কিন্তু আমি ইমু ব্যবহার করি না।মাঝেমাঝে একটু ফেসবুক চালাই।তারপরও আমাকে ইমুতে দেখা যায়।এবং আমার ভাই আমাকে প্রশ্ন করে,কি ব্যাপার সারাদিনে কি তুই নেটে থাকিস ? সবসময় তোকে অনলাইনে দেখি।তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে , মোবাইলে নেট কানেকশন চালু থাকে কিন্তু আমি তো সবসময় নেট ব্যবহার করিনা, মাঝেমাঝে কাজে থাকি তখন অনেকই আমাকে ডিস্টার্ব করে




এমনকি কোন পদ্ধতি আছে যে আমার মোবাইলে ইন্টারনেট কানেকশন চালু থাকলেও কেউ বুঝতে পারবে না,যে আমি অনলাইনে আছি

তাই আমি আজকে এই বিষয়টি নিয়ে একটি বাংলা ভিডিও টিউটোরিয়াল দিয়েছি উপরে দেখুন I ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি অনলাইনে থাকলেও আপনাকে অফলাইনে দেখাবে, মানে আপনার মোবাইলে নেট কানেকশন থাকলেও আপনি যে ইমুতে আছেন কেউ বুঝতে পারবে না I


তাছাড়াও আমি আজকে স্টেপ বাই স্টেপ এখানে লেখার মাধ্যমে বুঝিয়ে দিব কিছু পদ্ধতি আপনি যদি এই পদ্ধতি এগুলি অনুসরণ করেন তাহলে মেনুয়ালি আপনার মোবাইলে সেটিং অপশনে গিয়ে এইভাবে সেটিং করে নিন। তাহলে আপনার মোবাইলেও এই সিস্টেম চালু থাকবে। তবে  এটি নির্ভর করে আপনার উপর তাই আপনি যদি চান এই পদ্ধুতি আপনার মোবাইলে চালু করতে আপনি করতে পারেন।



প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে আপনার মোবাইল ফোনের setting অপশনে যাবেন নিচে দেখুন একটি স্ক্রিনশট দিয়েছি।

 Hidden imo Settings 




Setting যাওয়ার পর দেখুন Apps & notifications অপশনটি আছে এখানে একটি ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার যে কাজটি করতে হবে নিচে দেখুন আমি স্ক্রিনশট দিয়েছি

                     imo secret tips and tricks 




তারপরে দেখুন একটি Imo অ্যাপটি আসছে । এখানেএকটি ক্লিক করুন । তারপর দেখুন নিচের স্ক্রিনশট দিয়েছি তা দেখুন।

Secret Settings and Tricks of Imo




FORCE STOP এই লেখাটির উপর  একটি ক্লিক করুণ। তারপর দেখুন আমি নিচে স্ক্রিনশট দিয়েছি।

Imo Best Settings


FORCE STOP এই লেখাটির উপর যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন নিচে দেওয়া যে স্ক্রিনশটি এই রকম একটি অপশান চলে আসবে ঠিক তখন আপনি OK বাটনে ক্লিক করে দিবেন। এখন আপনার কাজ শেষ।



imo Tips and tricks in Bangla


এইভাবে যখন আপনি সম্পূর্ণ কাজ ওকে করবেন তখন আপনার কাজ শেষ হবে ।তবে একটি কথা মনে রাখবেন উপরে যেভাবে আমি দেখিয়াছি ঠিক এই ভাবেই এই কাজটি করতে হবে । এই কাজটি করার পর আপনি যদি সারাদিন অনলাইনে থাকেন, কেউই বুঝতে পারবে না ।সবাই জানবে যে আপনি ইমুতে নেই অথবা আপনার নেট কানেকশন বন্ধ, এখন আর কেউ আপনাকে বিরক্ত করতে পারবে না।

এখন আপনি চাচ্ছেন যে আবার আপনি ইমুতে কারো সঙ্গে কথা বলবেন বা ইমু ব্যবহার করবেন তখন আপনার যে কাজটি করতে হবে। আপনি আপনার ইমু সফটওয়্যারটির উপর যখন একটি ক্লিক করেন দেখবেন ঠিক আগের মতো সবকিছু হয়ে গেছে। এবার সবাই আবার আপনাকে অনলাইনে দেখতে পারবে, আবার যখন আপনি চাইবেন যেন আমি অনলাইনে থাকবো যাতে ইমুতে কেউ আমাকে বুঝতে না পারে। সেজন্য আবার সেটিং এ গিয়ে এই পদ্ধতিগুলো অনুসরণ করে বন্ধ করে দিবেন। তাহলে কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন সবাই জানবে আপনি অফলাইনে আছে।

 তাছাড়া এখানে বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি উপরে দেওয়া ভিডিও টি দেখতে পারেন ভিডিওর মাঝে বিস্তারিত দেখিয়ে দিয়েছি ।আপনি পুরো ভিডিওটি দেখলে আপনি সবকিছু বুঝতে পারবেন।

এই ছিল আজকের আমার টিউটেরিয়াল। আমার এই ব্লগ টিউটোরিয়াল সম্পর্কে যদি আপনার কোন মতামত থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন ।আর যদি আমার ভিডিও নিয়ে কোন মতামত থাকে তাহলে ইউটিউবে গিয়ে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানেও আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন।

একটি রিকোয়েস্ট করব ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে আপনি ভিডিও গুলো দেখতে পারেন সর্বশেষ একটি কথা বলবো যদি পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত দিবেন ।


 আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হলে এখানে ক্লিক করুন

 আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করতে হলে এখানে ক্লিক করুন

 তাছাড়া আপনি যদি চান আপনার ফেসবুক পেইজ অথবা ইউটিউব চ্যানেল অথবা কোন  ফেইসবুক গ্রুপ এবং আপনার কোন ব্লগসাইট প্রমোট করতে তাহলে এই addme.pagepromote গ্রুপটিতে আপনি ক্লিক করে আপনি আপনার চ্যানেল ফেসবুক পেইজ এবং আপনার ব্লগ সাইটটি প্রমোট করতে পারেন।  
ধন্যবাদ সবাই ভালো থাকুন।

পুতুল আলতাব / Putul Altab

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.