Header Ads

Header ADS

কিভাবে Youtube থেকে টাকা আয় করবেন Earn money online





ইউটিউব থেকে টাকা ইনকাম করা শিরোনামটি দেখে বুঝতে পেরেছেন আজকের বিষয়টি কি হতে যাচ্ছে তো আজকে আমি এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব আলোচনা করার আগে বলে রাখি পুরো বিষয়টি আগে বুঝতে হবে এবং ব্রেন কে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে প্রথম যে কাজটি করতে হবে, আপনাকে অনেকটা ধৈর্যশীল হতে হবে আর যদি আপনি ধৈর্যশীল না হন তাহলে কাজটি আপনার জন্য নয় কেননা এই ইউটিউবে কাজ করতে হলে আপনাকে অনেকটা ধৈর্যের পরিচয় দিতে হবে



ইউটিউব সম্পর্কিত  অভিজ্ঞতা

প্রথম অবস্থায় আপনার ইউটিউব সম্পর্কিত বিভিন্ন অভিজ্ঞতা থাকতে হবে আর সেই অভিজ্ঞতাটি আপনার নিতে হলে আপনাকে ইউটিউব ভিডিও দেখতে হবে ইউইটউব সর্ম্পকিত ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও পাবেন এমনকি ইউটিউবে  অনেক ইউটিউবার রয়েছে তারা অনেক দিকনির্দেশনা দিয়ে থাকে সেগুলোকে আপনার গ্রহণ করতে হবে এবং এই ইউটিউব ভিডিওগুলি দেখে যাচাই বাছাই করবেন তাছাড়া বিভিন্ন ব্লগ সাইট রয়েছে সেইসব ব্লগ সাইট গুলি বেশি বেশি করে ভিজিট করবেন


এবং ইউটিউব সম্পর্কিত  ব্লগ পোস্ট গুলো পড়ে মোটামুটি বেসিক ভালো একটা অভিজ্ঞতা নিতে পারেন এবং সেই অভিজ্ঞতাটি আপনি আপনার কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন শুধু ইউটিউব এর কাজ নয় যেকোনো কাজ করা করার আগে একটু ভালোভাবে বুঝে শুনে পর্যবেক্ষণ করে কাজটা শুরু করলে অনেকটা আপনার জন্য ভালো হবে


গ্রাফিক্স ডিজাইন ফটোশপ

ইউটিউবে কাজ করতে হলে ফটোশপ সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকতে হবে, ফটোশপ সম্পর্কে যদি আপনার ধারনা না থাকে তাহলে আপনি ইউটিউব এর যে থাম্বেলের কাজ করতে পারবে না
তাছাড়াও ইউটিউবের ভিডিও তৈরি করতে হলে পিকচার নিয়ে করতে হয়, ভিডিও এডিটিং এর কাজ করতে হবে সেই জন্য ফটোশপের কাজটা অবশ্যই আপনার জানতে হবে আমি সাজেস্ট করব ইউটিউব ভালো ভালো ফটোশপের ভিডিও টিউটিরিয়াল পাওয়া যায় সেগুলো থেকে আপনি ফটোশপের কাজ গুলি শিখতে পারেন




ভিডিও এডিটিং  

এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিডিও এডিটিং আপনি যদি ভালো করে ভিডিও এডিটিং না করতে পারেন তাহলে পাবলিক আপনার ভিডিওগুলি ইউটিউব থেকে দেখবে না কারণ আপনি সঠিকভাবে সুন্দর করে যদি ভিডিও এডিটিং করতে পারেন তখন পাবলিক আপনার ভিডিওর প্রতি নজর দিবে
 সেই জন্য ভিডিও এডিটিং এর উপর আপনার কঠিনভাবে নজর দিতে হবে অনেক ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে আপনি যে সফটওয়্যারটি একদম সহজ ভাবে কাজ করতে পারবেন সেই সফটওয়্যার নিয়ে  অনুশীলনী চালিয়ে যান  আমি আবারও বলছি একটি সুন্দর ভিডিও এডিটিং হতে পারে দর্শকদের মন জয় করতে আপনার ভিডিও এডিটিং এর উপর কঠিন ভাবে আপনি মনোযোগী হন



ইউটিউব আপনাকে কিভাবে টাকা দিবে  

আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন অবশ্যই ভিডিওগুলি আপনার নিজের তৈরি হতে হবেকোথাও থেকে কপি করে ভিডিও আপলোড করা যাবে না আপনি যখন ভাল মানের ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করবেন তখন ইউটিউব আপনাকে কিছু শর্ত দিবে
সেই শর্তগুলি যখন আপনি পূরণ করবেন তখন ইউটিউব থেকে আপনাকে প্রস্তাব করবে ইউটিউব এর পার্টনারশিপ হওয়ার জন্য যখন আপনি ইউটিউবে পার্টনার হবেন তখন ইউটিউব থেকে আপনাকে টাকা প্রদান করবেতাছাড়া আরও কিছু উপায়ে টাকা আয় করা যায়সেগুলো হলো বিজ্ঞাপন, অ্যাফিলিয়েট লিংকপণ্য বিক্রয় এবং স্পন্সর ভিডিও


অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে আয়

আপনারা হয়তো ইতিমধ্যে অনেক ইউটিউবাদের দেখেছেন ইউটিউব ভিডিওর মাধ্যমে কোন একটি পন্য নির্দিষ্টভাবে উল্লেখ করে এবং এটি কিনার জন্য আপনাকে রিকোয়েস্ট করে এমনও হয়তো দেখেছেন ফেসবুকে অনেকই লিংক শেয়ার করে তাদের পেইজে বা তাদের ব্লগ সাইটে সেখানে একটি লিংক দেওয়া থাকে যখন কেউ এই লিংকটিতে ক্লিক করে কোন একটি পন্য কিনবে তখন তারা সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কমিশন হিসেবে পেয়ে যায় এতে  লাভের সাথে সাথে কোম্পানিটিরও লাভ হচ্ছে, কেননা তাদের পণ্য বিক্রয়ের পাশাপাশি তাদের কোম্পানির মার্কেটিংও হয়


স্পন্সরশিপ এর মাধ্যমে আয় করা

কিভাবে স্পন্সরশিপ এর মাধ্যমে আয় করা ? আমি একটি উদাহরণ দেই, ধরুণ আপনার একটি কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে কোন একটি প্রোডাক্ট আপনি তৈরি করেন, এখন এই প্রোডাক্টা আপনি চাচ্ছেন স্পন্সর করাবেন ইউটিউবেসেইজন্য যে সকল ইউটিউবারদের চ্যানেলে বেশি ভিউয়ার এবং ফ্যান রয়েছে
তাদের ভিডিওতে আপনি আপনার কোম্পানির কথা উল্লেখ করাবেন এবং আপনার কোম্পানির প্রোডাক্ট প্রাচার চালাবেন সেই সাথে এমনভাবে ভিডিও তৈরি করাবেন যেখানে  কোম্পানির কথা ফলাও ভাবে প্রচার করবে ইউটোবার

অনেকটা এমন যে আপনার একটি ব্লগ সাইট রয়েছে বা টিভি চ্যানেল আছে এবং সেখানে বিজ্ঞাপন প্রচারের জন্য কেউ আপনাকে অর্থায়ন করছে, ঠিক বিষয়টি এমন তবে আপনার ইউটিউব চ্যানেলটি যদি সেই রকম ভাবে জনপ্রিয় করতে পারেন তখন দেখা যাবে বিভিন্ন ধরনের কোম্পানি আপনার পিছনে ঘুরবে তাদের পণ্য স্পন্সর করার জন্য আপনার চ্যানেলে আপনারা হয়তো ইতিমধ্যে অনেক ইউটিউবার কে দেখবেন তাদের চ্যানেলে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল  পণ্য স্পন্সর করছে


ইউটিউব পার্টনার

এবার আসুন ইউটিউব পার্টনার সম্পর্কে আলোচনা করি ইউটিউব পার্টনার কি? ইউটিউব পার্টনার হচ্ছে ইউটিউব এর সঙ্গে সদস্য হওয়া ইউটিউব আপনাকে সদস্য করবে তার জন্য কিছু ইউটিউব এর শর্ত রয়েছে সেই শর্ত গুলো আপনাকে 100% পূরণ করতে হবে যখন আপনি তাদের শর্তগুলো পূরণ করতে সক্ষম হবেন তখন ইউটিউব আপনাকে পার্টনার করে নিবে

আপনি হয়তো জানেন না প্রতিদিন হাজার হাজার  ইউটিউব চ্যানেল আবেদন করে আসছে পার্টনার হওয়ার জন্য এমন কি প্রতিনিয়তই জমা হচ্ছে ইউটিউব এর কাছে সেগুলো থেকে যাচাই-বাছাই করে তারা পার্টনারশিপ প্রদান করেসেই জন্য আপনাকে একটু শ্রম দিতে হবে যখন আপনি শ্রম দিয়ে সফল হবেন তখন আপনি তাদের সঙ্গে পার্টনারশিপ করতে পারবেন


ইউটিউব পার্টনারের জন্য করনীয়

আমি প্রথমে আলোচনা করেছিলাম ফটোশপ নিয়ে, ফটোশপের কাজ ভিডিও এডিটিং আপনি যদি ভালো ভিডিও এডিটিং করতে পারেন তারপর ভিডিও আপলোড করা শুরু করবেন আপলোড করা ভিডিও 100% নিজের তৈরি করতে হবে অন্য কারো ভিডিও আপলোড করা যাবেনা, এমনকি কোন ভিডিওর কোন অংশ অন্য কারো ভিডিও থেকে কপি করা যাবে না এটা মাথায় রাখতে হবে

তবে হ্যাঁ আপনি কপি করতে পারেন সেখানে কিছু নিয়ম কারণ রয়েছে কতটুক সময় ভিডিও কপি করতে পারবেন বিষয়ে আমি একটি পোস্ট দিব আগামী পর্বে আপনার ভিডিওতে কোন ইমেজ,ব্যাকগ্রাউন্ড,মিউজিক,সুর ইত্যাদি অন্যের ব্যবহার করা যাবে না অর্থাৎ সম্পূর্ন ইউনিক হতে হবে কপিরাইট করা যাবে না


ইউটিউবের প্রথম শর্ত অনুযায়ী আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে 4000 ভিউয়ার থাকতে হবে4000 ঘন্টা ওয়াচটাইম থাকতে হবে4000 ঘন্টা ওয়াচ টাইম মানে আপনি ইউটিউবে পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করেছেন, সব গুলি মিলিয়ে যখন 4000  ঘন্টা মানুষে দেখবে, তখন কাউন্ট করা হবে   এই শর্তগুলো যখন  পূরণ করতে সক্ষম হবেন তখন ইউটিউব চ্যানেল আপনাকে Monetization দিবে
তার আগে আপনি যখন ইউটিউব এর  শর্ত পূরণ করবেন তখন Monetization এর জন্য ইউটিউবে  আবেদন করতে পারবেন এবং ইউটিউব  টিম যদি আপনার চ্যানেলকে Approve করে তাহলে আপনিও নিজের আপলোড করা videos  দ্বারা advertisement লাগিয়ে অনলাইন টাকা আয় করতে পারবেন



আমার আজকের পোস্ট অনেক লম্বা হয়ে গিয়েছে অনেকেই হয়তো ধৈর্য ধরে পোস্টটি পড়তে পারবেনা সেজন্য  পোস্টটি আমি এখানেই শেষ করতে চাই আমি আগামী পর্বে এই বিষয়গুলি নিয়ে আরও কিছু আলোচনা করব। তাছাড়াও আলোচনা করবো YouTube monetization কিভাবে চালু করতে হয়।




আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হলে এখানে ক্লিক করুন

 আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করতে হলে এখানে ক্লিক করুন

 তাছাড়া আপনি যদি চান আপনার ফেসবুক পেইজ অথবা ইউটিউব চ্যানেল অথবা কোন  ফেইসবুক গ্রুপ এবং আপনার কোন ব্লগসাইট প্রমোট করতে তাহলে এই addme.pagepromote গ্রুপটিতে আপনি ক্লিক করে আপনি আপনার চ্যানেল ফেসবুক পেইজ এবং আপনার ব্লগ সাইটটি প্রমোট করতে পারেন।  
ধন্যবাদ সবাই ভালো থাকুন।

পুতুল আলতাব / Putul Altab





1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.