Header Ads

Header ADS

বিশ্বের সবচেয়ে বড় উচু পর্বতমালা Highest mountains in the world


পৃথিবীর যে সকল সৌন্দর্য রয়েছে তার মাঝে পাহাড় একটি অন্যরকম সৌন্দর্য। মানুষ এই সৌন্দর্য দেখার জন্য দেশ থেকে দেশান্তরে চলেছে। পৃথিবীর সৃষ্টির যুগ যুগ ধরে মানুষের সৌন্দর্যের পিছনে ঘুরে বেড়াচ্ছে আর সেই সৌন্দর্য দেখার জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছে।

 



 বলছিলাম পর্বতমালার কথা। পৃথিবীর সবচাইতে উচু কয়েকটি পর্বতমালা নিয়ে আজকের আলোচনা করব যার বিশালতায় এবং সৌন্দর্য মানুষের মনকে আকৃষ্ট করেছে । সেই সাথে মানুষের জীবন বিপন্ন হয়ে গেছে। তাহলে চলুন শুরু করা যাক  পৃথিবীর সবচাইতে বড় পাহাড় গুলির সঙ্গে আজকে আমরা পরিচিত হব। 

 1. Mount Everest (এভারেস্ট)  বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট

The highest mountain in the world is Mount Everest.

মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট সবচেয়ে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতম পর্বতমালা  যার উচ্চতা ,৮৪৮ মিটার (২৯,০২৯ ফুট) এই মাউন্টেন এভারেস্ট এটি নেপাল এবং চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের মধ্যে অবস্থিত।হিমালয় পর্বতমালার প্রধান একটি অংশ

Mount Everest  মাউন্ট এভারেস্ট



 উনিশ শতকে পাহাড়টির নাম রাখা হয়েছিল ভারতের প্রাক্তন সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্টের নামে।স্যার জর্জ সর্বপ্রথম এভারেস্ট অবস্থান নির্ণয় করার কারণে ভারতের ব্রিটিশ সার্ভেয়ার জেনারেল সার্জন এভারেস্টের নামে পরবর্তী নামকরণ করা হয়।

Mount Everest

 মাউন্ট এভারেস্টের ভিন্ন নাম রয়েছে যার নেপালি ভাষায়  সাগর মাতা বলা হয় মানে আকাশের দেবী।এবং তিব্বতি ভাষায় এর নামকরণ রয়েছে ব্যতিক্রম তিব্বতি ভাষায় এর নাম চোমোলুংমা মানে মহাবিশ্বের দেবী মা

মাউন্ট এভারেস্ট পর্বত

 এভারেস্টে ওঠা প্রথম রেকর্ড করা ব্যক্তিরা হলেন এডমন্ড হিলারি নিউজিল্যান্ডের এক পর্বতারোহী এবং তাঁর তিব্বত গাইড তেনজিং নরগেই। তারা ১৯৫৩ সালে পাহাড়ে উঠে রেকর্ডটি একসাথে রেখেছিল। এভারেস্টের উচ্চতার প্রথম রেকর্ডগুলি ১৮ ৫৬ সালে এসেছিল। ব্রিটিশ সমীক্ষ করা রেকর্ড করেছিলেন যে ভারতীয় উপমহাদেশের তাদের গ্রেট ট্রাইগনোমেট্রিকাল জরিপে এভারেস্ট বিশ্বের সবচেয়ে উঁচুতে শীর্ষে ছিল

পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট  


বাংলাদেশী হিসাবে একজন বাংলাদেশী মুসা ইব্রাহিম প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় পা রেখে তিনি ইতিহাস করেছিলেন। সেই ইতিহাসের পাতায় আজও তার নাম লিখা রয়েছে।

বিশ্বের সবচেয়ে উচু পাহাড় 

আমি একজন বাংলাদেশী হিসেবে আমি নিজেও গর্ববোধ করি মুসা ইব্রাহীমকে নিয়ে।বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী মুসা ইব্রাহিম ২৩ মে ২০১০ তারিখে বাংলাদেশ সময় ভোর পাঁচটা পাঁচ মিনিটে এভারেস্ট শৃঙ্গ জয় করেন

2. K2  (কে-টু) বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতটি K2

                    The second highest mountain in the world is K2
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাহাড়টির নাম হচ্ছে কে-টু পাহাড় মাউন্ট এভারেস্ট এর পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতমালা K2   চীন এবং পাকিস্তানের সীমান্তে কে-টু এর অবস্থান যেমন-পাকিস্তানের গিলগিত-বালতিস্তান এবং চীনের তাক্সাকোরগান, জিনজিয়াং

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতটি কে-টু

এই পাহাড়ের বিশালতা গিয়ে ঠেকেছে মাটি থেকে অনেক উপরে   সমুদ্রপৃষ্ঠ থেকে 8,611 মিটার যা ফুটে হিসাবে (28,251 ফুট)  

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ

তাই K2, পাহাড়কে বলা হয়, এভারেস্টের পরে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত। বিভিন্ন তথ্যমতে এই কেটু পাহাড় পাকিস্তানের মাঝে সর্বোচ্চ পাহাড় বলে পরিচিত। আবার কারও কারও মতে বিভিন্ন মতও রয়েছে 

 3. Kangchenjunga  (কাঞ্চনজঙ্ঘা) বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতটি কাঞ্চনজঙ্ঘা

 

Kanchenjunga is the third highest mountain in the world

       পৃথিবীর তৃতীয় বৃহত্তম পাহাড়টির নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা প্রতি বছর হাজার পর্যটক ভিড় জমান কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে পাহাড় প্রেমী বা ভ্রমণ পিপাসুরা ঘুরে আসতে পারেন এই অসাধারণ সুন্দর কাঞ্চনজঙ্ঘাতে

হিমালয় পর্বতমালা কাঞ্চনজঙ্ঘা

অসাধারণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাপৃথিবীর বিভিন্ন দেশ থেকে নেপাল পশ্চিমবঙ্গে ভিড় জমান এমনকি প্রতিবছরেই কয়েক হাজার পর্যটক যায় সেখানে যদিও পশ্চিমবঙ্গের বহু জায়গা থেকে পাহাড়ের রানী কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নিউ জলপাইগুড়ি পারহলেই কাঞ্চনজঙ্ঘা তার অস্তিত্বের জানান দেয় যদি মেঘমুক্ত আকাশ হয় তাহলে বেশ স্পষ্ট হয়ে ওঠে এর অসাধারণ সৌন্দর্য।দার্জিলিঙে টাইগার হিল থেকে আকাশ পরিষ্কার থাকলে দেখা মেলে ঝকঝকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা 

 এই কাঞ্চনজঙ্ঘাতে রয়েছে নানান রহস্য নানান জল্পনা কল্পনা নানান সৌন্দর্যের সমাহার এককথায় আপনি না দেখলে বুঝতে পারবেন না। পাহাড়ের সৌন্দর্য কি হতে পারে। অনেকেই চেষ্টা করে পুরো পাহাড়টি ঘুরে বেড়াতে কিন্তু তা কখনোই সম্ভব হয়ে ওঠেনা

 আপনি দেখতে পারবেন কালিম্পংয়ের নয়নাভিরাম দৃশ্য। কাঞ্চনজঙ্ঘা মূলত হিমালয় পর্বতমালার একটি পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং কেটুর পরেই পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ এই পর্বতমালার উচ্চতা  হচ্ছে ৮,৫৮৬ মিটার (২৪,১৬৯ ফুট)যা ভারতের ভিতরে কাঞ্চনজঙ্ঘা  হচ্ছে সর্বোচ্চ পাহাড়

 দার্জিলিং এবং শিলিগুড়ির লোকজন সকালে ঘুম থেকে উঠে দেখতে পান প্রায় সাড়ে আট হাজার মিটার উঁচু কাঞ্চনজঙ্ঘা যদি আবহাওয়া ভালো থাকলে তাহলে এই পাহাড় স্পষ্ট দেখা যায় আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে প্রায় ১৭ থেকে ২০ কিলোমিটার দূরত্ব বাংলাবান্ধার মাঝখানে নদী ওপারে ভারত। তাছাড়া আপনি খুব সকালে কিংবা বিকেলে যখন প্রকৃতি পড়ে থাকে স্নিগ্ধতায় তখন খালি চোখেই উপভোগ করতে পারবেন কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য  

 

Kangchenjunga the third highest mountain in the world

 তারপরও আমি পাহাড় প্রেমীদের বলবো যদি বাংলাদেশের শেষ সীমান্তে পঞ্চগড়ের তেঁতুলিয়া যান তাহলে দেখতে পারবেন আকাশের সঙ্গেই যার মিতালি। যেন আকাশছোঁয়ার এক অদম্য ইচ্ছা নিয়ে উপরের দিকে বেড়ে উঠেছে এই রহস্যময় পর্বতমালা

4. Lhotse (লোৎসেবিশ্বের চতুর্থ  সর্বোচ্চ পর্বতটি লোৎসে

Lhotse mountain peak, fourth highest mountain in the world

পৃথিবীর চতুর্থ বৃহত্তম পাহাড়টির নাম হচ্ছে লোৎসেএই পাহাড়ের উচ্চতা হচ্ছে ৮৫১৬ মিটার (২৭,৯৩৯ ফুট)পৃথিবীর এই  চতুর্থ বৃহত্তম উচ্চতম  পর্বতশৃঙ্গ দক্ষিণে মাউন্টে এভারেস্টে এর সাথে সংযুক্ত রয়েছে

4th highest mountain in the world

বিভিন্ন তথ্য মতে ১৮  মে ১৯৮৬ সালে ফ্রিটজ লাসসিঙ্গার আর্নেস্ট রিজ প্রথম আরোহণ করেণ।বিশ্বের এই চতুর্থ বৃহত্তম পাহাড়টি তিব্বত চীন এবং নেপালের খাম্বো অঞ্চলে অবস্থিত 

পৃথিবীর চতুর্থ উচ্চতম পর্বতশৃঙ্গ 


5. Makalu (মাকালু) বিশ্বের পঞ্চম  সর্বোচ্চ পর্বতটি মাকালু 

Makalu is the fifth highest mountain in the world 

পৃথিবীর পঞ্চম বৃহত্তম  পাহাড়টির নাম হচ্ছে মাকালু মাকালু পর্বতশৃঙ্গ চীন এবং নেপালের মধ্যে সীমান্ত রেখা মাউন্ট এভারেস্টের প্রায়  ২২ কিলোমিটার পূর্বে অবস্থান। এটি একটি নিজস্ব প্রাকৃতিক বিস্ময়।পৃথিবীর এই পঞ্চম বৃহত্তম পাহাড়টির উচ্চতা হচ্ছে ৮৪৬২ মিটার (২৭,৭৬৫ ফুট) মাকালু পাহাড়টির আকৃতি অনেকটা পিরামিড এর মতো দেখতে, যা একটি বিচ্ছিন্ন চূড়া যার আকৃতি একটি চৌকোণা পিরামিড।বিশ্বের বিপদ শৃঙ্গগুলির মধ্যে একটি হল মাউন্ট মাকালু৷

  ধন্যবাদ ভাল থাকুন সুস্থ থাকুন সেই কামনা করছি !  আল্লাহ হাফেজ!

আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হলে এখানে ক্লিক করুন

 আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করতে হলে এখানে ক্লিক করুন

 তাছাড়া আপনি যদি চান আপনার ফেসবুক পেইজ অথবা ইউটিউব চ্যানেল অথবা কোন  ফেইসবুক গ্রুপ এবং আপনার কোন ব্লগসাইট প্রমোট করতে তাহলে এই addme.pagepromote গ্রুপটিতে আপনি ক্লিক করে আপনি 
আপনার চ্যানেল ফেসবুক পেইজ এবং আপনার ব্লগ সাইটটি প্রমোট করতে পারেন।  
ধন্যবাদ সবাই ভালো থাকুন।


পুতুল আলতাব / Putul Altab 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.