Header Ads

Header ADS

What is QR code and how to make QR code ? কিভাবে কিউআর কোড তৈরি করা

 

QR Code অথবা Quick Response Code এটি হচ্ছে  Bar Code এর একটি উন্নত সংস্করণ । বিভিন্ন প্রোডাক্ট এর উপরে অথবা কোন পার্সেলের উপরে বা কোন টিশার্ট , এছাড়াও বিভিন্ন ধরনের প্রোডাক্ট এর উপরে প্যাকেটের উপরে দেখবেন একটি  QR  কোড (কিউআর) কোড বা বারকোড থাকে।


Qr code কিভাবে কাজ করে


আজকে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। এছাড়াও আমি একটি ভিডিও আপনাদের সঙ্গে এই পোস্টের শেয়ার করেছি দেখুন কিভাবে কিউআর কোড তৈরি করে ,  আর এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবেন। কিউআর কোড কি?  কিউআর কোড দিয়ে কি হয়?  কিউআর কোড কেন ব্যবহার করা হয়?

 কিউআর কোডের কি সুবিধা আমরা পেয়ে থাকি?  কিউআর কোড কিভাবে আমরা তৈরি করতে পারি? 

QR code কি?  


QR code অর্থ হচ্ছে কুইক রেসপন্স কোড । এই  কুইক রেসপন্স কোড ( Quick Response Code ) এটা হচ্ছে কিউআর কোডের একটি সংক্ষিপ্ত অর্থ। সর্বপ্রথম এটি  ১৯৯৪ সালে নকশা করে জাপান তৈরি করে স্বয়ংক্রিয় শিল্পের জন্য পরিকল্পিত মেট্রিক্স বারকোড নামে । আমরা যদি অন্যভাবে বলতে চাই তাহলে বলতে পারি এটি একটি দ্বিমাত্রিক বারকোড।তার মানে দাঁড়াচ্ছে QR code হচ্ছে এটি দ্বিমাত্রিক বা ২ডি ম্যাট্রিক্স বারকোড। 


QR code কেন ব্যবহার করা হয়?


আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই কিউআর কোড যার অর্থ কুইক রেসপন্স কোড কেন তৈরি করা হয়েছে ? আপনি হয়তো জানেন যে দেশে বিভিন্ন ধরনের মুনাফালোভী অনেক ব্যবসায়ী রয়েছে।  যারা বিভিন্ন ভাবে গ্রাহকদের কাছ থেকে আসল প্রডাক্ট না দিয়ে দুই নম্বর প্রোডাক্ট দিয়ে বেশি টাকা ইনকাম করে নেয়। আর এই অসাধু ব্যাবসায়ী অধিক মুনফা লাভের উদ্দেশ্যে ভোক্তার কাছ থেকে অনেক বেশি মূল্য নিয়ে থাকেন।

 

আরও পড়ুন

   কিভাবে Youtube থেকে টাকা আয় করবেন Earn money online


 তারজন্য যে প্রোডাক্টটি তৈরি করে সে এই কিউআর কোড ব্যবহার করে থাকে।  যখন কোম্পানি একটি প্রোডাক্ট তৈরি করে সঙ্গে সঙ্গে এই প্রোডাক্ট এর জন্য একটি কিউআর কোড তৈরি করে উপরে বা পার্সেল এর উপরে এটি লাগিয়ে দেয়।  যাতে করে একই প্রোডাক্ট  দ্বিতীয় ব্যক্তির তৈরি না করতে পারে ।

 

QR code ব্যবহারের সুবিধা

 

বর্তমানে QR code ব্যবহারের সুবিধা রয়েছে বলেই আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট অতি সহজে আমরা চিনতে পারি।  ধরুন আপনি মার্কেট থেকে একটি প্রোডাক্ট কিনলেন বা ক্রয় করিলেন সেই প্রোডাক্টটি উপরে পণ্য বা সেবা উৎপাদনকারী কোম্পানি যে প্রোডাক্টটি তৈরি করেছে সেই কোম্পানির বিস্তারিত তথ্য থাকে, আমরা এই  QR code ব্যবহারের জানতে পারবেন।


কিভাবে QR code তৈরি করা 

যদি আপনার কোম্পানি থাকে অথবা আপনি কোন প্রোডাক্ট এর উপরে আপনি নিজেই এই কিউআর কোড তৈরি করতে চান তাহলে আপনি তৈরি করতে পারবেন। QR Code ব্যবহারে অন্যতম কারণ এর দ্রুততা। যার প্রয়োজন সে তার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে সহজেই মূহূর্তেই কিউআর কোড তৈরি করতে পারবে ।

শুধু তাই নয় কিউআর কোড স্ক্যান করে অনেক কিছু যাচাই-বাছাই করে নিতে পারবে।

QR কোড কিভাবে তৈরি করে তারজানতে এখানে ক্লিক করুন।


আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও শেয়ার করেছি এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে আপনি কিউআর কোড তৈরি করে?  কিভাবে কিউআর কোড স্ক্যান করে? 


 কিভাবে নিজের ঠিকানা দিয়ে একটি কিউআর কোড তৈরি করতে পারে?  এই ভিডিওটির মাধ্যমে আরও অনেক কিছু আপনি জানতে পারবেন। আপনি যদি ইচ্ছা করেন আপনার পার্সোনাল কোন গোপনীয় তথ্য একটি কিউট কোডের মাধ্যমে লিপিবদ্ধ করে রাখবেন, সেটাও করতে পারবেন। 


কম্পিউটার দিয়ে QR কোড তৈরি করতে পারেন অথবা যদি আপনার ল্যাপটপ থাকে তাও আপনি তৈরি করতে পারবেন।  এমনকি আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনটি দিয়েও আপনি কিউআর কোড তৈরি করতে পারবেন।  বিস্তারিত জানতে উপরে দেখুন একটি ভিডিও লিঙ্ক শেয়ার করে দিয়েছি এই ভিডিওটি দেখলে  সব কিছু জানতে পারবেন।


 অনলাইনের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ online background remover


 প্রিয় বন্ধুরা আপনারা যারা কষ্ট করে এই লেখাটি পড়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং যারা একদম নতুন QR কোড সম্পর্কে অভিজ্ঞতা নাই তারা হয়তো আজকে এই লেখাটির মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছেন। এছাড়া আমি এখানে যে ভিডিওটি শেয়ার করেছি এই ভিডিওটি আপনারা দেখুন আরও অনেক ধরনের তথ্য আপনারা জানতে পারবেন। 

 আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হলে এখানে ক্লিক করুন


 আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করতে হলে এখানে ক্লিক করুন

পুতুল আলতাব / Putul Altab 

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.