Google Adsense কি
Google adsense গাইড
Google adsense Bangla |
গুগোল অ্যাডসেন্সে কি ? গুগোল
অ্যাডসেন্সে সম্পর্কে আজকে আলোচনা করব। গুগোল এবং ইউটিউব এর মাধ্যমে অথবা অন্য
কোথাও সোশ্যাল মিডিয়া বা অন্য কোন জায়গায় অনেকেই গুগল অ্যাডসেন্স এর নাম
শুনেছেন।যারা গুগল অ্যাডসেন্স সম্পর্কের জানেন তাদেরকে গুগোল অ্যাডসেন্সের সঙ্গে
পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই । যারা এখনো গুগল এডসেন্স সম্পর্কে তেমন কোন
ধারণা নেই, একদম নতুন তাদের জন্য আমার এই আজকের পোস্ট।
আজকে আলোচনা করব,গুগল অ্যাডসেন্স কি ? গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে কত প্রকার একাউন্ট করা যায়, এবং গুগল অ্যাডসেন্স থেকে কিভাবে ইনকাম করা যায় ।
গুগল অ্যাডসেন্স কি?
গুগোল অ্যাডসেন্সে হচ্ছে
জনপ্রিয় আডভারটাইজিং মাধ্যম বা পাবলিশিং প্রোগ্রামিএটি গুগলের একটি প্রোডাক্ট ।
ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে অথবা আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। আপনি চাইলে
আপনার ইউটিউব চ্যানেলে অথবা ওয়েবসাইটের যে ট্রাফিক থাকবে, সেই
ট্রাফিক গুলোকে মনিটাইজ করে গুগল এডসেন্সের মাধ্যমে খুব সহজে টাকা আয় করতে
পারবেন । সেই জন্য গুগোল অ্যাডসেন্সকে বলা হয় এটি একটি নির্ভরযোগ্য উপায় যার
মাধ্যমে আজীবন আয় করা যায়। এমনকি আপনার অবর্তমানে মানে আপনি মারা গেলেও গুগোল অ্যাডসেন্স থেকে আপনার উত্তরসূরী যদি থাকে অথবা আপনার স্ত্রী সন্তান ও অর্থ পেতে পারে।
কিভাবে বেকারত্ব অভিশাপ থেকে মুক্তি
গুগোল অ্যাডসেন্স কিভাবে কাজ করে ?
অনেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগে যে গুগোল অ্যাডসেন্স কিভাবে কাজ করে থাকে ? তাহলে আমি একটু উদাহরণ দেই , ধরুন আপনার একটি ওয়েবসাইট রয়েছে অথবা একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেই ইউটিউব চ্যানেলে নিয়মিতভাবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে অথবা আপনার ওয়েবসাইট এ বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করে দেখেন থাকেন।যেমন এখানে আমি এখন গুগোল অ্যাডসেন্স সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে পোষ্ট করে আলোচনা করছি । তাই আমাকে বলা হবে পাবলিশার তারমানে যারা পোস্ট করে তাদেরকে বলা হয় পাবলিশার আর যারা নিয়মিত এই ভিডিও গুলি এবং পোস্টগুলি দেখে তাদেরকে বলা হয় ট্রাফিক বা ভিউয়ার্স।
কিছু কোম্পানি রয়েছে যারা নতুন নতুন প্রোডাক্ট অথবা নতুন নতুন সার্ভিস প্রমোট করার জন্য আপনার এই ট্রাফিক গুলো সামনে কিছু এড প্রদর্শন করবে তাদেরকে বলা হয় অ্যাডভারটাইজার। আর এই অ্যাডভারটাইজার কোম্পানিগুলো সরাসরি গুগোল অ্যাডসেন্সকে পে করে এই অ্যাডগুলো প্রদর্শনের জন্য।গুগোল অ্যাডসেন্স সেই পেমেন্ট গুলো থেকে কিছু টাকা কেটে নিয়ে যারা পাবলিশার রয়েছে তাদেরকে প্রত্যেক মাসের শেষে প্রেমেন্ট করে দিয়ে দেয় ।এভাবেই গুগোল অ্যাডসেন্সে প্রসেসটি কাজ করে ।
গুগোল অ্যাডসেন্স কতপ্রকার
গুগোল অ্যাডসেন্স দুই প্রকার মানে দুই ধরনের অ্যাকাউন্ট প্রভাইড করে থাকে একটি হচ্ছে হোস্টেড একাউন্ট আরেকটি হচ্ছে নন হোস্টেড একাউন্ট অথবা সম্পন্ন অ্যাক্টিভেটেড একাউন্ট।এখানে আমি একটু উদাহরণ দেই যেমন ধরুণ আপনার একটি কাস্টম টপ লেভেল ডোমেইন আছে এবং আপনি নিজস্ব হোস্টিং ইউজ করেন সেক্ষেত্রে আপনি যখন আপনার এই কাস্টম টপ লেভেল ডোমেইন দিয়ে কোন গুগোল অ্যাডসেন্স এর জন্য এপ্লাই করবেন তখন যে গুগোল অ্যাডসেন্সটি আপনি পাবেন এটিকে বলে নন হোস্টেড একাউন্ট অথবা সম্পূর্ণ অ্যাক্টিভিটি একাউন্ট। আর যখন আপনি ইউটিউব অথবা ব্লগার মানে যখন গুগলের হোস্টিং ইউজ করে আপনি কোন এডসেন্সে এপ্লাই করবেন তখনই থেকে বলবে হোস্টেড অ্যাকাউন্ট ।
হোস্টেড অ্যাকাউন্ট দুই প্রকার
হোস্টেড অ্যাকাউন্ট দুই ধরনের
হয়ে থাকে যেমন একটি হচ্ছে ইউটিউব হোস্টেড অ্যাকাউন্ট আরেকটি হচ্ছে ব্লগার হোস্টেড
অ্যাকাউন্ট।
গুগোল অ্যাডসেন্স থেকে কিভাবে ইনকাম করা যায়
অ্যাডসেন্স এবং সার্চ
আপনি গুগলের কাস্টম সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটে বসিয়ে দিয়ে সেখান থেকে গুগল অ্যাডসেন্স থেকে আপনি চাইলে টাকা ইনকাম করতে পারবেন। যখন আপনার ওয়েবসাইটে গুগলের কাস্টম সার্চ ইঞ্জিন এড করে দিবেন তখন যদি কোন ভিজিটর আপনার এই ওয়েব সার্চ ইঞ্জিনে কোন ইনফরমেশন সার্চ করে তখন গুগল সেখানে কিছু অ্যাড প্রদর্শন করবে এবং সেখান থেকে আপনি একটি ইনকাম করতে পারবেন।
গুগোল অ্যাডসেন্স গেমস
গুগল অ্যাডসেন্স থেকে গেমস এর মাধ্যমে টাকা ইনকাম করা যায়। সে ক্ষেত্রে অনলাইন বেস্ট যদি কোন আপনার ওয়েবসাইট থেকে থাকে যেমন গেমস রিলেটেড, সেক্ষেত্রে আপনি সেই গেমস গুলোর ভিতর ভিডিও অ্যাড, পিকচার অ্যাড অথবা টেক্সট বসিও অর্থ উপার্জন করা যেতে পারে।
গুগোল অ্যাডসেন্স ভিডিও
আপনার নিজস্ব কোন ভিডিও শেয়ারিং ওয়েবসাইট থেকে থাকে তাহলে
আপনি আপনার নিজের ভিডিও গুলোতে গুগোল অ্যাডসেন্সর অ্যাড প্রদর্শনের মাধ্যমে আয়
করতে পারবেন।
ব্লগার আপনার যদি একটি ব্লগ সাইট থেকে থাকে তাহলে আপনি গুগল এডসেন্সের এড সেখানে সরাসরি প্রদর্শনের মাধ্যমে আয় করতে পারবেন । আর ব্লগস্পট হচ্ছে গুগলের নিজস্ব একটি সাইট আপনি চাইলে সেখানে ফ্রীতেই ব্লগস্পটে অথবা ব্লগারের ফ্রীতে একটি ব্লগিং সাইট তৈরি করতে পারেন এবং সেখানে কিছু আর্টিকেল পোস্ট করে গুগোল অ্যাডসেন্স এপ্লাই করতে পারেন ।
ইউটিউবে যদি আপনারা কি চ্যানেল থেকে থাকে , সে ক্ষেত্রে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং আপনার চ্যানেলের যদি এক হাজার সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনি আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করে সেই ভিডিওগুলো মনিটাইজ করে আপনি গুগল অ্যাডসেন্স থেকে খুব সহজে আর্নিং করতে পারেন।
অ্যাড মব থেকে আয় করা
এডসেন্স এপ্রুভ করার জন্য প্রয়োজনীয় বিষয়গুলি
যারা গুগল এডসেন্স এপ্রুভ করার
চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের অনেকগুলো বিষয়ের উপর নজর রাখতে হবে। বিষয় গুলি
হচ্ছে থিমস, ডোমেইন, হোস্টিং, পেইজ এছাড়াও আরো অনেকগুলো বিষয় রয়েছে সেই বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে
।
গুগল এডসেন্স পেতে হলে কতগুলো পোস্ট করতে হবে
গুগল এডসেন্সের যদি এত পেতে
চান আপনার আপনার ওয়েবসাইটে কমপক্ষে বিশ থেকে ত্রিশটি পোস্ট করতে হবে তাছাড়া
গুগল এডসেন্স এপ্রুভ করার জন্য
আপনার ওয়েবসাইটে কিছু গুরুত্বপূর্ণ পেইজ থাকতে হবে এবং ওয়েবসাইটটি অ্যাডসেন্সের
যাবতীয় সব নিয়মাবলী অনুসরণ করতে হবে যেমন নিচের পেইজ গুলো যদি না থাকে তাহলে
অ্যাডসেন্সের এপ্রুভ পাওয়া সম্ভব নয়। পেইজ গুলো হচ্ছে-
Contact us
Privacy policy
Terms and condition
About us
গুগল এডসেন্সের এপ্রুভ করার আরও বিশেষ কিছু প্রয়োজনীয় বিষয় রয়েছে আমি সেই বিষয়গুলো নিয়ে আগামী পর্বে পোস্ট করব।
আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হলে এখানে ক্লিক করুন
wonderful bro
উত্তরমুছুনঅসাধারণ লিখেছেন। আপনার ব্লগের সাইট ডিজাইন অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমিও নিয়মিত লিখি ফ্রিল্যান্সিং গিক এবং রঙ পেন্সিল ব্লগে। ধন্যবাদ।
উত্তরমুছুনএত সুন্দর একটি পোষ্ট উপহার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর সুন্দর কবিতা এবং মহান মনীষীদের জীবনী পড়তে ভিজিট করুন Bangla Protibedon.
উত্তরমুছুন